স্কলারশিপে পড়াশোনার সুযোগ যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতকে
- ১২ অক্টোবর ২০২৫, ১২:৪২
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্কলারশিপের আওতায় স্নাতকে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়। “মিশিগান-ডিয়ারবর্ন স্কলারশিপ” এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ নভেম্বর ২০২৫।
মিশিগান বিশ্ববিদ্যালয়-ডিয়ারবর্ন (UM-Dearborn) যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডিয়ারবর্ন শহরে অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি ১৯৫৯ সালে ফোর্ড মোটর কোম্পানির অনুদানে প্রতিষ্ঠিত হয় ও প্রথমে ‘ডিয়ারবর্ন সেন্টার’ নামে পরিচিত ছিল। এটি মিশিগান বিশ্ববিদ্যালয়ের একটি শাখা ক্যাম্পাস হিসেবে যাত্রা শুরু করলেও ১৯৭০ সালে নিজস্ব স্বীকৃতি লাভ করে এবং পরে এর নামকরণ করা হয় মিশিগান বিশ্ববিদ্যালয়-ডিয়ারবর্ন। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও কমিউনিটিভিত্তিক প্রকল্পে সক্রিয়ভাবে সম্পৃক্ত করার ওপর জোর দেয়।
সুযোগ-সুবিধা—
মিশিগান-ডিয়ারবর্ন স্কলারশিপের জন্য মনোনীত শিক্ষার্থীদের ১০ হাজার মার্কিন ডলার দেওয়া হবে। যা সর্বোচ্চ চার বছর পর্যন্ত চলবে।
আবেদনের যোগ্যতা—
*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;
*উচ্চমাধ্যমিক পাস হতে হবে;
*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে। জিপিএ ৪.০ স্কেলে ন্যূনতম ৩.০ থাকতে হবে;
*SAT পরীক্ষায় ন্যূনতম যৌথ স্কোর ১০২০;
*বিশ্ববিদ্যালয়ে ফুলটাইম ডিগ্রি শিক্ষার্থী হিসেবে ভর্তি থাকতে হবে;
*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। (IELTS স্কোর কমপক্ষে ৬.৫);
*স্যাটের যৌথ স্কোর ১০২০ বা তার বেশি;
আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক করুন কানাডায়, লাগবে না টিউশন ফি, আবাসনসহ দেবে নানা সুবিধা
প্রয়োজনীয় নথিপত্র—
*অনলাইন আবেদনপত্র;
*বৈধ পাসপোর্ট;
*জীবনবৃত্তান্ত (সিভি);
*ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণ;
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে।
আরও পড়ুন: বিনা মূল্যে পিএইচডি করুন যুক্তরাজ্যে, লাগবে না টিউশন ফি-দেবে উপবৃত্তিও
অধ্যয়নের ক্ষেত্র—
অ্যাকাউন্টিং, অ্যামেরিকান স্টাডিজ, অ্যাপ্লায়েড মিউজিক, আরব-আমেরিকান স্টাডিজ, আরবি, আর্ট হিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, বায়োইঞ্জিনিয়ারিং, বায়োলজিক্যাল সায়েন্স, কম্পিউটার ও ইনফরমেশন সায়েন্স, ক্রিমিনাল জাস্টিস স্টাডিজ, কেমিস্ট্রি, কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইকোনমিকস, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফিন্যান্স, জার্নালিজম, ম্যাক্রোইকোনমিকস ও ম্যাথমেটিকস।
আবেদন পদ্ধতি—
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ নভেম্বর ২০২৫।