তিন সংসদ নির্বাচন নিয়ে অভিযোগ ও তথ্য আহবান তদন্ত কমিশনের
- ১২ অক্টোবর ২০২৫, ০৮:৪৭
বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনি অভিজ্ঞতা ও মতামত দেওয়ার আহবান জানিয়েছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন। প্রতি কর্মদিবসে সশরীরে অথবা ইমেইল বা ওয়েবসাইটে যে কেউ অভিযোগ বা তথ্য জানাতে পারবেন। কমিশন সচিব (যুগ্ম সচিব) এস এম মাজহারুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হেয়েছে, গণতান্ত্রিক রাষ্ট্র-ব্যবস্থা পুনপ্রতিষ্ঠাকল্পে এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচনধারা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সরকার ‘জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) তদন্ত কমিশন’ গঠন করেছে। চলমান তদন্ত কার্যক্রমে অংশ নিতে প্রতি কর্মদিবস সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিনিধি সশরীরে উক্ত কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে সংগঠিত বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ বা তথ্য জানাতে পারবেন।
আরও পড়ুন: সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের জনগণ গর্বিত থাকতে চান: জামায়াত আমির
কমিশনের ই-মেইলে (feedback@neic-bd.org) অথবা ওয়েবসাইটে (www.neic-bd.org) উল্লেখিত ‘মতামত ও সুপারিশ’ অপশন (option)-এর মাধ্যমে অথবা ডাকযোগে অভিযোগ বা তথ্য প্রদান করতে পারবেন। টেলিফোন মাধ্যমে বা সশরীরে কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ বা তথ্য দেয়ার উদ্দেশ্যে ওপরে বর্ণিত সময়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানা ব্লক-২, জাতীয় সংসদ ভবন, শের-ই-বাংলা নগর, ঢাকা। যোগাযোগের টেলিফোন নম্বর- ০২-২২২২১৫৬৪৭ ও মোবাইল ফোন নম্বর- ০১৫৫০০৪২০০। ই-মেইল: feedback@neic-bd.org। এ ছাড়া ভিজিট করুন www.neic-bd.org ওয়েবসাইটে।