ঢাবিতে শরৎ উৎসব হচ্ছে, থাকছে না আগের আয়োজকরা
- ১১ অক্টোবর ২০২৫, ১৪:৫০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠী গত ১৯ বছর যাবত শরৎ উৎসব পালন করে আসছে। কিন্তু অনুষ্ঠান আয়োজকদের একজন ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে সম্প্রতি তা স্থগিত করে তদন্তের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এ সিদ্ধান্তের কারণে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলে অনুষ্ঠানটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এরই মধ্যে কর্তৃপক্ষ জানিয়েছে, বকুল তলায় আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে চারুকলা অনুষদের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ ও ডাকসুর সহযোগিতায় অনুষদের বকুলতলায় শরৎ উৎসব ১৪৩২ অনুষ্ঠিত হবে।
শনিবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আজহারুল ইসলাম শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই সবসময় এদেশের শিল্প-সংস্কৃতির মূল্যবোধ ও ঐতিহ্যকে লালন করে আসছে। সেই সাথে সাংস্কৃতিক অঙ্গনের প্রতিটি প্রতিষ্ঠানকে দেশের শিল্প সাহিত্য ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার ক্ষেত্রে উৎসাহ প্রদানসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ ক্ষেত্রে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে উৎসব আয়োজনের জন্য নিজ প্রাঙ্গণকে (বকুলতলা) ব্যবহারের অনুমতি দিয়ে থাকে।
এতে আরও বলা হয়, সেই রীতি অনুযায়ী সত্যেন সেন শিল্পীগোষ্ঠী চারুকলা অনুষদের বকুলতলায় শরৎ উৎসব পালনের জন্য আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে উক্ত প্রতিষ্ঠানকে উৎসব পালনের অনুমতি প্রদান করা হয়। কিন্তু বিগত অক্টোবর ফ্যাসিবাদবিরোধী লেখক, সাংবাদিক ও শিল্পীসমাজ সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে লিখিত অভিযোগ চারুকলা অনুষদকে প্রেরণ করে। এমনকি আয়োজক কর্তৃপক্ষের বিরুদ্ধে ফ্যাসিবাদের দোসর চিহ্নিত করা পোস্টার চারুকলা অনুষদের গেটে প্রতিস্থাপন করে।
সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কর্তৃপক্ষের আওয়ামী লীগের সংশ্লিষ্টতা সম্পর্কে বলা হয়, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠানের আয়োজকের বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ কালচারাল ফ্যাসিস্ট হিসেবে বহু নেতিবাচক কর্মকান্ডের ছবিসহ তথ্য চারুকলা কর্তৃপক্ষের নিকট আসে এবং ২০২৪ এর গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সেই প্রেক্ষিতে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে অনুষ্ঠানটি তাৎক্ষনিকভাবে স্থগিত করা হয়।
আরও পড়ুন: আয়োজকের বিরুদ্ধে ফ্যাসিবাদ সংশ্লিষ্টতার অভিযোগে চারুকলায় শরৎ উৎসব স্থগিত
অভিযোগ তদন্তের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগের প্রেক্ষিতে ১১ অক্টোবর ২০২৫ খ্রিঃ তারিখ শনিবার সকাল ১১ টায় চারুকলা অনুষদ অফিসে ডিনের সভাপতিত্বে অন্যান্য অংশীজনের সাথে আলোচনায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আয়োজকদের সম্পর্কে অনুসন্ধান ও যাচাইবাছাই করে দেখা যায় যে, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী অনেক তথ্য গোপন রেখে শরৎ উৎসব আয়োজনের অনুমতির আবেদন করে। তাদের বিগত ফ্যাসিবাদী শাসনামলের বিতর্কিত কর্মকান্ড পর্যালোচনা সাপেক্ষে শরৎ উৎসব ১৪৩২ এর অনুমতি বাতিল করা হয়।
সবশেষে অনুষ্ঠান আয়োজনের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এ দেশের ঋতুভিত্তিক সকল অনুষ্ঠানের মূল্যবোধকে ধারণ করে সেহেতু এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় আগামী ১৬ অক্টোবর, বৃহস্পতিবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে চারুকলা অনুষদের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ ও ডাকসুর সহযোগিতায় অনুষদের বকুলতলায় শরৎ উৎসব ১৪৩২ অনুষ্ঠিত হবে।
এর আগে, বকুলতলায় শরৎ উৎসব আয়োজকদের একজন ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে অনুষ্ঠান স্থগিত করে তদন্তের সিদ্ধান্ত নেয়। গতকাল শুক্রবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী গত ১৯ বছর যাবত চারুকলা অনুষদের বকুলতলায় শরৎ উৎসব পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবছর শরৎ উৎসব ১৪৩২ আয়োজনের জন্য ১০ আক্টোবর বকুলতলা ব্যবহারের জন্য অনুষদ বরাবর অনুমতি প্রার্থনা করে আবেদনপত্র প্রদান করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময়ই শিল্প-সংস্কৃতির মূল্যবোধ ও ঐতিহ্যকে লালন করে বিধায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব আয়োজনের আবেদনপত্রটি বরাবরের ন্যায় অনুমোদন প্রদান করে। পরবর্তীতে গত ০৯ অক্টোবর উল্লেখিত অনুষ্ঠান আয়োজকদের একজন ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত থাকায় ফ্যাসিবাদবিরোধী লেখক, সাংবাদিক ও শিল্পীসমাজ কর্তৃক উৎসবটি বন্ধের জন্য চারুকলা অনুষদ বরাবর একটি আবেদনপত্র প্রদান করেন। অনাকাঙ্খিত ঘটনা এড়ানোর লক্ষ্যে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাথে যোগাযোগ করে আপাতত অনুষ্ঠানটি স্থগিত করা হয়।