শহিদুল আলমের দেশে ফেরার সময় জানাল সরকার

ইস্তাম্বুল বিমানবন্দরে শহিদুল আলম
ইস্তাম্বুল বিমানবন্দরে শহিদুল আলম © সংগৃহীত

আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম আগামীকাল শনিবার (১১ অক্টোবর) দেশে ফিরবেন। আজ শুক্রবার (১০ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ফিলিস্তিন সংহতি অভিযানে যোগ দিয়ে ইসরায়েল কর্তৃপক্ষের হাতে আটক হয়েছিলেন তিনি। পরে আজকে তিনি মুক্তি পান। আগামীকাল সকাল ৪টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।
 
জানা গেছে, আজ শহিদুল আলম স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে তুর্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছান। যেখানে তাকে স্বাগত জানান ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুর রহমান জানান, শহিদুল আলমের ঢাকাগামী ফ্লাইট স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইস্তাম্বুল থেকে যাত্রা করার কথা।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।