চাঁদপুরের ইলিশ: সাত বিশ্বস্ত অনলাইন বিক্রেতার নাম-পরিচয় প্রকাশ প্রশাসনের

ইলিশ মাছ
ইলিশ মাছ © সংগৃহীত

অনলাইনে ইলিশ বিক্রয়ের ক্ষেত্রে প্রতারণা ঠেকাতে এবং ভোক্তাদের আস্থা নিশ্চিত করতে চাঁদপুর জেলা প্রশাসন সাতটি অনলাইন বিক্রয় প্লাটফর্মকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধনভুক্ত করেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিবন্ধিত প্লাটফর্ম ও সেগুলোর মালিকদের নাম প্রকাশ করা হয়।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইনে ইলিশ ক্রয়-বিক্রয়ে প্রতারণারোধে চাঁদপুর জেলার নিম্নবর্ণিত ০৭ (সাত) জন অনলাইন ইলিশ ব্যবসায়ীকে অদ্য ০৯/১০/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে জেলা প্রশাসন, চাঁদপুর কর্তৃক নিবন্ধন সনদ প্রদান করা হয়।

নিবন্ধিত অনলাইন বিক্রেতাদের মধ্যে রয়েছেন—‘ইলিশ ভাইয়া চাঁদপুর’, ‘মাছ পল্লী’, ‘একিন সপ’, ‘তাজা ইলিশ.কম’, ‘ইলিশ রানী’, ‘রূপালী বাজার’ এবং ‘সজীব ইলিশের বাজার চাঁদপুর’।