হামজার চোখ ধাঁধানো গোলে লিড বাংলাদেশের

হামজা চৌধুরী
হামজা চৌধুরী © সংগৃহীত

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে ঘরের মাঠে জামাল ভূঁইয়া, শমিত সোম ও ফাহমিদুলকে ছাড়াই শুরুর একাদশ সাজান কোচ হ্যাভিয়ের কাবরেরা। কিন্তু কোচের এমন সিদ্ধান্ত মোটেই খারাপ হয়নি, হামজা চৌধুরির দুর্দান্ত এক গোলে শুরুতেই লিড নিয়েছে বাংলাদেশ।

ম্যাচের ১৩তম মিনিটে বা-প্রান্তের বক্সের মুখে স্বাগতিকদের ফয়সাল আহমেদকে ফাউল করে হংকং। এতে ফ্রি কিক পায় বাংলাদেশ। সেখান থেকে বক্সের ডান পাশ থেকে কোনাকুনি ফ্রি কিকে সরাসরি বল জালে জড়ান হামজা। লাল-সবুজের জার্সিতে হামজার দ্বিতীয় গোল এটি। এর আগে, গত জুনে প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে এই মিডফিল্ডারের প্রথম গোল এসেছিল।

অবশ্য, ম্যাচের ষষ্ঠ মিনিটেই ভালো সুযোগ পেয়েছিল সফরকারীরা। তবে বাঁ-প্রান্ত দিয়ে ঢুকে ম্যাট অরের শট অল্পের জন্য বাইরে দিয়ে যায়। তিন মিনিট পর বক্সের বাইরে থেকে গোলকিপারের হাতে জমা পড়ে রাকিবের শট।