ফাঁদ পেতে বক শিকারের দায়ে যুবকের কারাদণ্ড

কারাদণ্ডপ্রাপ্ত যুবক
কারাদণ্ডপ্রাপ্ত যুবক © টিডিসি

শেরপুর সদর উপজেলার ধলাকান্দা গ্রামে ফাঁদ পেতে দেশি প্রজাতির বক শিকারের দায়ে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া এ দণ্ডাদেশ দেন।

সাজাপ্রাপ্ত যুবক উকিল মিয়া (১৯) ধলাকান্দা গ্রামের মৃত সাহিদুল হকের ছেলে।

শেরপুর প্রকৃতি সংরক্ষণ ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের রেঞ্জার মো. আল-আমিন জানান, উকিল মিয়া দীর্ঘদিন ধরে বাঁশ কেটে বিশেষ পদ্ধতিতে তৈরি ফাঁদ ব্যবহার করে দেশীয় বক শিকার করে আসছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তার ফাঁদ ও ছয়টি মৃত বক জব্দ করেন।

পরে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ লঙ্ঘনের দায়ে উকিল মিয়াকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে স্থানীয়দের মাঝে বন্যপ্রাণী সংরক্ষণ ও সুরক্ষা বিষয়ে সচেতনতা তৈরিতে আলোচনা করা হয় এবং পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও বন্য প্রাণী সংরক্ষণে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।’