আট দিনে রেমিট্যান্স এলো ৯ হাজার ৮০৪ কোটি টাকা
- ০৯ অক্টোবর ২০২৫, ১৭:২৪
চলতি অক্টোবর মাসের প্রথম ৮ দিনে প্রবাসীরা বাংলাদেশে পাঠিয়েছেন ৮০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৯ হাজার ৮০৪ কোটি টাকা (এক ডলারে ১২১.৭৯ টাকা ধরে)।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। গড় হিসেবে প্রতিদিন এসেছে ১০ কোটি ডলারের বেশি। মুখপাত্র বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৭৯ কোটি ডলার, অর্থাৎ চলতি বছরে একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে কিছুটা বৃদ্ধি পেয়েছে।
এছাড়া শুধুমাত্র ৮ অক্টোবরেই দেশে এসেছে ১১ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। চলতি ২০২৪-২৫ অর্থবছরের শুরু থেকে ৮ অক্টোবর পর্যন্ত মোট এসেছে ৮৩৯ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪.৪০ শতাংশ বেশি।
এর আগে সেপ্টেম্বর মাসে দেশে এসেছিল ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।