আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি, নিয়োগ দেবে সুপারভাইজার ও অফিসার

সুপারভাইজার ও অফিসার নিয়োগে আবেদন চলছে আস-সুন্নাহ ফাউন্ডেশনে
সুপারভাইজার ও অফিসার নিয়োগে আবেদন চলছে আস-সুন্নাহ ফাউন্ডেশনে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সেবামূলক এ প্রতিষ্ঠানটি ‘সুপারভাইজার’ ও ‘অফিসার’ পদে ১২ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন করা যাবে সরাসরি অথবা কুরিযোগে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি) পাঠিয়ে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আস-সুন্নাহ ফাউন্ডেশন;

১. পদের নাম: সুপারভাইজার;

পদসংখ্যা: ২টি;

বেতন: ১৮,০০০-২২,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে);

২. পদের নাম: অফিসার;

পদসংখ্যা: ১০টি;

বেতন: ১৩,০০০-১৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে);

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি দারাজ বাংলাদেশে, পদ ৩০০, কর্মস্থল ঢাকা

অন্যান্য সুযোগ-সুবিধা (উভয় পদের জন্য)—

*থাকা-খাওয়ার ব্যবস্থা আছে (শর্ত প্রযোজ্য);

*প্রভিডেন্ট ফান্ড;

*ঈদ বোনাস বছরে ২টি;

*কর্মদক্ষতার ভিত্তিতে প্রতি বছর ইনক্রিমেন্ট;

*প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

আরও পড়ুন: এইচএসসি পাসেই সেলস অফিসার নিয়োগ দেবে সজীব গ্রুপ, পদ ২০, আবেদন অনলাইনে

আবেদনের যোগ্যতা (উভয় পদের জন্য)—

*অন্যূন অষ্টম শ্রেণি পাস হতে হবে;

*বয়স ২৫-৫০ বছরের মধ্যে হতে হবে;

*সংশ্লিষ্ট পদের ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে (অবসরপ্রাপ্ত সেনা, বিজিবি, আনসার সদস্যরা অগ্রাধিকার পাবেন);
 
*সুপারভাইজর পদের জন্য মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে;

আরও পড়ুন: অফিসার নেবে আগোরা লিমিটেড, সাপ্তাহিক  ২ দিন ছুটিসহ দেবে নানা সুবিধা

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি অথবা কুরিয়ারযোগে সিভি পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন; 

সিভি পাঠানোর/জমা দেওয়ার ঠিকানা—

আস-সুন্নাহ ফাউন্ডেশন, প্লট-সি ৭০, রোড নম্বর ৩, ব্লক-সি, (সিরাজ কনভেশন সেন্টারের বিপরীত পার্শ্বে) আফতাবনগর, ঢাকা-১২১২ ঠিকানা সিভি পাঠাতে পারবেন। এ ছাড়াও জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন +৮৮০৯৬১০-০০১০৮৯ নম্বরে।

আবেদনের শেষ সময়: আগামী ২০ অক্টোবর ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: সূত্র: আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিজ্ঞপ্তি