টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে দেশের সেরা ১০ বেসরকারি বিশ্ববিদ্যালয়

লোগো
লোগো © ফাইল ফটো

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ২০২৬ সালের সর্বশেষ ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এই র‍্যাঙ্কিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এবারের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ১৬টি সরকারি বিশ্ববিদ্যালয় ও ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থান করে নিয়েছে।

এবারের র‍্যাঙ্কিংয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে প্রথম হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ৮০১-১০০০তম। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানের মধ্যে রয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। বিশ্বব্যাপী এ বিশ্ববিদ্যালয়টি ১০০১-১২০০তম অবস্থানে রয়েছে। তৃতীয় অবস্থানে থাকা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের অবস্থান ১২০১-১৫০০ এর মধ্যে।

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির বিশ্ব র‌্যাঙ্কিং ১৫০১+। এর পরে স্থান করে নেওয়া বিশ্ববিদ্যালয়গুলো রিপোর্টার হিসেবে রয়েছে। তাদের কোনো র‌্যাঙ্কিং দেওয়া হয়নি।

রিপোর্টার হিসেবে তালিকায় অবস্থান করা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো হলো- ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্ট বাংলাদেশ, উত্তরা ইউনিভার্সিটি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে র‍্যাঙ্কিং করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী 'টাইমস হায়ার এডুকেশন'।

এবারের র‌্যাঙ্কিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। শীর্ষে আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং তৃতীয় স্থানে যৌথভাবে প্রিন্সটন ইউনিভার্সিটি ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়।