৭ বছর পর জিয়াউর রহমানের সমাধিতে খালেদা জিয়া

জিয়াউর রহমানের সমাধিতে খালেদা জিয়া
জিয়াউর রহমানের সমাধিতে খালেদা জিয়া © সংগৃহীত

দীর্ঘ সাত বছর পর দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে গেলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার পর রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে পৌঁছান তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেনের বরাতে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সেখানে পৌঁছে খালেদা জিয়া কবর জিয়ারত করেন। এর আগে ২০১৮ সালে সর্বশেষ তিনি দলের প্রতিষ্ঠাতার সমাধিতে গিয়েছিলেন।