হাবিপ্রবিতে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনের দাবিতে স্মারকলিপি
- ০৮ অক্টোবর ২০২৫, ২২:৩০
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রতিটি অনুষদে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনের দাবি জানিয়ে উপাচার্যের বরাবর স্মারকলিপি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (৮ অক্টোবর) সাধারণ শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল উপাচার্যের হাতে স্মারকলিপি তুলে দেয়।
স্মাকরকলিপিতে স্বাক্ষর করেন সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে মো. সুজন ইসলাম, ফয়সাল মোস্তাক, সান আহম্মেদ, এনামুল হক, শাহাদাত হোসেন শুভ ও রিশাদ ইসলামসহ অনেকে।
স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু মেয়েদের স্বাস্থ্যবিধি রক্ষায় প্রয়োজনীয় সুবিধা এখনো সীমিত। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুরক্ষা নিশ্চিত করতে হলে প্রতিটি হলে ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন জরুরি।
এ বিষয়ে অর্থনীতি বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী সুজন ইসলাম বলেন, ‘উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এই হাবিপ্রবি ক্যাম্পাসে মেয়েরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। নারী পুরুষের সমান অধিকার নিশ্চিতে মেয়েরাও সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রাখে। যেহেতু স্যানিটারি ন্যাপকিন মেয়েদের সুস্বাস্থ্য নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই আমরা ভিসি স্যারকে স্মারক লিপি দিয়ে জানিয়েছি যে, প্রতিটি অনুষদে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করে যেন দেন।’