ফুটবলে প্রথম বিলিয়নিয়ার রোনালদো, সম্পদে দ্বিতীয়-তৃতীয়-চতুর্থ কে?
- ০৮ অক্টোবর ২০২৫, ২২:১৫
ফুটবল ইতিহাসে নতুন এক অনন্য মাইলফলকে পৌঁছেছেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সী এ তারকা খেলোয়াড় হয়েছেন বিশ্বের প্রথম সক্রিয় ফুটবলার, যার সম্পদের পরিমাণ এক বিলিয়ন পাউন্ড (প্রায় ১.৩৫ বিলিয়ন মার্কিন ডলার) অতিক্রম করেছে। বুধবার (৮ অক্টোবর) ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্সের সর্বশেষ প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি ক্লাব আল-নাসরের সঙ্গে নতুন চুক্তির পরই তার সম্পদের পরিমাণ আনুষ্ঠানিকভাবে এ মাইলফলকে পৌঁছায়।
পর্তুগিজ ফুটবল ফেডারেশনের চ্যানেল কানাল ১১-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘অনেকে বিশেষ করে আমার পরিবার, বলে—‘তুমি সবকিছু অর্জন করেছ, এখন থেমে যাও। কিন্তু আমি এখনো অনুভব করি যে আমি ক্লাব ও জাতীয় দলের জন্য কিছু দিতে পারি। আমি জানি আমার সামনে অনেক বছর নেই, তবে যতদিন আছি, ততদিন আমি উপভোগ করতে চাই এবং সেরাটা দিতে চাই।’
জানা গেছে, পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনালদো এখন পর্যন্ত ২২৩ ম্যাচে করেছেন ১৪৪ গোল।
এদিকে মেসির সম্পদের পরিমাণ আনুমানিক ৬২০ মিলিয়ন পাউন্ড। অর্থনৈতিক দিক থেকে মেসি ও রোনালদো এখনো অনেক দূরে এগিয়ে আছেন বাকিদের চেয়ে। ব্রাজিলের নেইমার রয়েছেন তৃতীয় স্থানে (২৮০ মিলিয়ন পাউন্ড), ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে চতুর্থ (১৮৬ মিলিয়ন পাউন্ড) এবং সৌদি ক্লাব আল-ইত্তিহাদের তারকা করিম বেনজেমা পঞ্চম স্থানে (১৫০ মিলিয়ন পাউন্ড)।
প্রসঙ্গত, রোনালদোর বিপুল সম্পদের পেছনে ক্লাবগুলোর বিশাল চুক্তির পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তার বিজ্ঞাপন ও ব্র্যান্ড চুক্তিগুলো। নাইকি, আর্মানির মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের সঙ্গে চুক্তির পাশাপাশি তার নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড ‘CR7’ বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়, এমনকি হংকংয়ের টাইমস স্কয়ারেও রয়েছে তার নিজস্ব দোকান।