নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অ্যালামনাই কলক্যুয়াম সিরিজ-ফল ২০২৫ অনুষ্ঠিত

অনুষ্ঠানটি নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়
অনুষ্ঠানটি নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ ‘অ্যালামনাই কলক্যুয়াম সিরিজ-ফল ২০২৫’ আয়োজন করেছে। অনুষ্ঠানটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়, যেখানে প্রাক্তন শিক্ষার্থীরা নীতিবিজ্ঞান, অর্থনীতি ও জাপানি অ্যানিমেশন বিষয়ে তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন এবং শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে সক্রিয় আলোচনায় অংশ নেন।

এ আয়োজনে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দ, গবেষক, শিক্ষার্থী এবং গবেষণাপত্র উপস্থাপনাকারী বিশ্ববিদ্যালয়ের সাবেক তিনজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান। 

কলক্যুয়ামে উপস্থাপক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী জিয়ানি মাহসিনা হক, সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স (SIPG)-এর সাবেক শিক্ষার্থী আহমেদ এহসান কবির শান এবং ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের সাবেক শিক্ষার্থী এবং বর্তমান প্রভাষক সারা কবির।   

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইশরাত জাকিয়া সুলতানা। তিনি উপস্থাপকদের গবেষণা প্রচেষ্টার প্রশংসা করেন। মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও আইন বিভাগের অধ্যাপক ড. মো. রিজওয়ানুল ইসলাম উদ্বোধনী বক্তব্যে উপস্থাপকদের অভিনন্দন জানিয়ে বলেন, গবেষণায় মৌলিকতা বজায় রাখা এবং ধারাবাহিক চর্চা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপস্থাপক জিয়ানি মাহসিনা হক নীতিবিজ্ঞান এবং আইন বিষয়দ্বয়ের মধ্যকার আন্তঃসম্পর্ক নিয়ে বিশ্লেষণধর্মী গবেষণাপত্র উপস্থাপন করেন । আহমেদ এহসান কবির শান বাংলাদেশের অর্থনীতি এবং বৈদেশিক মুদ্রা আয়ের খাতে তৈরি পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্তগ্রহণে এই শিল্পের উপেক্ষিত অবস্থাকে তুলে ধরেন। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নে প্রচলিত এই অবস্থানের পরিবর্তনের দিকে তিনি গুরুত্বারোপ করেন। সারা কবির তার গবেষণাপত্রে বিখ্যাত জাপানি এনিমেশন স্টুডিও Studio Ghibli কীভাবে মানসিক অবসাদ, ক্ষত এবং শোকের বিষয়বস্তু অনুসন্ধান এবং শৈশবকে চিত্রায়ন করে এ বিষয়ে উপস্থাপন করেন।

অনুষ্ঠানের আলোচক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের অধ্যাপক ড. একিউএমএ রহমান ভূঁইয়া উপস্থাপিত গবেষণাপত্রগুলোর পদ্ধতিগত দিক ও গবেষণার মানোন্নয়নের সম্ভাবনা নিয়ে মূল্যবান পরামর্শ প্রদান করেন এবং পরবর্তীতে এগুলোর প্রকাশনার ওপর গুরুত্বারোপ করেন। 

সমাপনী বক্তব্যে অধ্যাপক আবদুর রব খান প্রাক্তন শিক্ষার্থীদের গবেষণামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং এই ধরনের গবেষণাকর্মের মাধ্যমে তাদের শিক্ষা ও পেশাগত বিকাশের সম্ভাবনা তুলে ধরেন। 

প্রশ্নোত্তর পর্বে শিক্ষকবৃন্দ ও অংশগ্রহণকারীরা গবেষণাপত্রগুলোর ওপর তাদের মতামত ও প্রশ্ন তুলে ধরেন, যা অনুষ্ঠানে প্রাণবন্ত ও  শিক্ষণীয় আলোচনার পরিবেশ সৃষ্টি করে।