শতাংশ হারে বাড়ি ভাড়া নিয়ে ‘হাইলি কনফিডেন্সিয়াল’ সভায় উপস্থিত আছেন যারা

অর্থ ও শিক্ষা উপদেষ্টা
অর্থ ও শিক্ষা উপদেষ্টা © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতাংশ হারে বাড়ি বৃদ্ধি নিয়ে হাইলি কনফিডেন্সিয়াল সভা শুরু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় অর্থ উপদেষ্টার সভাকক্ষে এ সভা শুরু হয়।

অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের দুটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং শিক্ষা সচিব রেহেনা পারভীন নিজেদের মধ্যে আলোচনা করছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য  ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সাধারণত উপদেষ্টা কিংবা সচিব পর্যায়ের সভায় তাদের একান্ত সচিবরা উপস্থিত থাকেন। তবে আজকের সভাটি স্পর্শকাতর হওয়ায় সভায় তাদেরও রাখা হয়নি। কেবলমাত্র দুই মন্ত্রণালয়ের দুই উপদেষ্টা এবং দুই সচিব উপস্থিত রয়েছেন। সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’

এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের ২০ শতাংশ করার দাবিতে আগামী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। জোটের ব্যানারে মাদ্রাসা ও কারিগরির বিভিন্ন সংগঠনও যুক্ত হবেন। ১২ অক্টোবর ঢাকায় কয়েক লাখ শিক্ষকের সমাগম ঘটানোর পরিকল্পনা হাতে নিয়েছেন শিক্ষক নেতারা।

জানতে চাইলে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, আলোচনার নামে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সাথে প্রহসন করা হয়েছে। ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির দায় শিক্ষা মন্ত্রণালয় কোনোভাবেই এড়াতে পারে না। গত ১৩ আগস্ট প্রেস ক্লাবে প্রায় এক লাখ শিক্ষকের সমাগম হয়েছিল। ১২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের লাগাতার অবস্থান কর্মসূচিতে ওইদিনের চেয়ে কমপক্ষে দ্বিগুণ শিক্ষক-কর্মচারী উপস্থিত হবেন।’