আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল © সংগৃহীত ছবি

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। বুধবার (৮ অক্টোবর), আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার পর আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ দল।

ওয়ানডে ফরম্যাটে দুই দল এখন পর্যন্ত ১৯ বার মুখোমুখি হয়েছে। বাংলাদেশ জিতেছে ১১ বার, আফগানিস্তান ৮ বার। শেষ পাঁচ দেখায় বাংলাদেশ ৩-২ ব্যবধানে এগিয়ে থাকলেও ব্যবধান খুবই সামান্য। একটি জয়ই পাল্টে দিতে পারে পুরো চিত্র। চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে মাত্র ৬টি ওয়ানডে, যার মধ্যে জয় এসেছে কেবল একটিতে। ফলে এই সিরিজে নিজেদের হারানো ফর্ম খুঁজে পাওয়ার লক্ষ্য থাকবে টাইগারদের।

শ্রীলঙ্কা সিরিজ দিয়ে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বে ওয়ানডে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। ওই সিরিজে ওপেন করেছিলেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতেও দেখা গেছে এই জুটিকে। তবে ওয়ানডেতে এই জায়গায় পরিবর্তনের সম্ভাবনাও আছে। প্রস্তুত আছেন সাইফ হাসান, যিনি সর্বশেষ টি-টোয়েন্টিতে ফিফটি করে নজর কেড়েছেন। আজই হতে পারে তাঁর ওয়ানডে অভিষেক।

সাইফ ওপেন করলে পারভেজকে বসিয়ে দেওয়া হতে পারে, যার ফলে সাইফ ও তানজিদের ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনও গড়ে উঠবে। আর যদি সাইফ ওপেন না করেন, তাহলে তিনি তিন নম্বরে ব্যাট করতে পারেন এবং নাজমুল হোসেন খেলবেন চারে। সাইফ চারে নামলে টপ অর্ডারে তিনজন বাঁহাতি ব্যাটসম্যান থাকবেন।

মিডল অর্ডারে জায়গা পেতে লড়াই হবে তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন ও নুরুল হাসানের মধ্যে। হৃদয় সর্বশেষ দুই ওয়ানডেতে ফিফটি করেছেন। জাকেরও শেষ ছয় ওয়ানডের তিনটিতে হাফসেঞ্চুরি পেয়েছেন। ফলে এই দুজনের একাদশে সুযোগ পাওয়া প্রায় নিশ্চিত। অধিনায়ক মিরাজ তো রয়েছেনই। শামীম ও নুরুলের সুযোগ আসতে পারে যদি ব্যাটিং কম্বিনেশনে পরিবর্তন হয়।

স্পিন বিভাগে তানভীর ইসলামের খেলা নিশ্চিত বলেই ধরা হচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তিনি নিয়েছিলেন ৭ উইকেট, যার মধ্যে এক ম্যাচে ৫ উইকেট ছিল। সেই সিরিজে একাদশে সুযোগ না পাওয়া লেগস্পিনার রিশাদ হোসেন এবার দলে জায়গা পেতে পারেন কি না, সেটি দেখার বিষয়।

পেস আক্রমণে থাকবেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তৃতীয় পেসার হিসেবে দেখা যেতে পারে তানজিম হাসান সাকিবকে। তবে কাউকে বিশ্রাম দিলে দলে ঢুকতে পারেন হাসান মাহমুদ বা তরুণ নাহিদ রানা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ হতে পারে:
তানজিদ হাসান, সাইফ হাসান, পারভেজ হোসেন/শামীম হোসেন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।