কুকুরের কামড়ে একই গ্রামের আহত ৫
- ০৮ অক্টোবর ২০২৫, ০১:১৮
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড নর্থ বেঙ্গল এলাকায় ৫ জনকে কুকুরে কামরিয়া আহত করেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- দোকানদার মতিয়ার রহসান, এয়ার আলী সর্দার, ব্যবসায়ী রফিকুল ইসলাম, শহিদ মুজিবর সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণির ছাত্র রোহান খা ও শুভ নামের একজনকে পাগলা কুকুরে কামড়িয়ে আহত করেছে।
নর্থ বেঙ্গল এলাকার প্রত্যক্ষদর্শী বাসিন্দা জাহিদ মোড়ল জানান, মঙ্গলবার সন্ধ্যার পর হঠাৎ একটি পাগলা কুকুর রাস্তায় থাকা ৫ জনের ওপর ঝাঁপিয়ে পড়ে তাদের হাতে, পায়ে, মাজায়, কামড়িয়ে আহত করে। একপর্যায়ে পাগলা কুকুরটিকে বিক্ষুব্ধ জনতা পিটিয়ে মারে। পরে আহতদেরকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুহানা আজমির উরমি বলেন, সন্ধ্যার পর ৫ জন কুকুরে কামড়ানো ব্যক্তি হাসপাতালে আসে। তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে।