বাংলাদেশে বিনিয়োগে সৌদি পিআইএফ’র প্রতি গভর্নরের আহ্বান

ড. আহসান এইচ. মনসুর।
ড. আহসান এইচ. মনসুর। © সংগৃহীত

সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-কে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর।

মঙ্গলবার রাজধানীতে ‘সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট-২০২৫’ এবং সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এসএবিসিসিআই)-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, আমি লক্ষ করেছি যে, পিআইএফ দক্ষিণ এশিয়ায় বিশেষ করে ভারতে উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ করছে। কিন্তু এখনো তারা বাংলাদেশে বিনিয়োগ করেনি। আমার বিনীত প্রস্তাব, সৌদি সরকারি ও বেসরকারি বিনিয়োগ বাংলাদেশেও আসা উচিত।

গভর্নর উল্লেখ করেন, বাংলাদেশ ও সৌদি আরবের অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার অপার সম্ভাবনা রয়েছে। দেশ দু’টির অর্থনীতি শ্রম, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে একে অপরের পরিপূরক। বাংলাদেশ একটি স্থিতিস্থাপক এবং গতিশীল অর্থনীতির দেশ। যা বহু বৈশ্বিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ সত্ত্বেও তিন দশক ধরে ইতিবাচক প্রবৃদ্ধি বজায় রেখেছে।

তিনি আরও বলেন, জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার সুযোগ রয়েছে। কারণ, বাংলাদেশের জ্বালানি ও মূলধনের প্রয়োজন। অন্যদিকে সৌদি আরবের উভয়ই বিপুল পরিমাণে রয়েছে। আমরা তৈরি পোশাক ও অন্যান্য পণ্য রফতানি করতে পারি। এর জন্য সৌদি আরব বড় ধরনের বাজার হতে পারে।

সৌদি আরব থেকে প্রবাসী বাংলাদেশি কর্মীদের রেমিট্যান্স প্রেরণকে আরো সহজ ও সাশ্রয়ী করার জন্য আর্থিক সহযোগিতা বৃদ্ধির গুরুত্বের ওপরও জোর দেন গভর্নর। তিনি আশা প্রকাশ করে বলেন, নবগঠিত এসএবিসিসিআই বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিটুবি (বিজনেস টু বিজনেস) এবং বিনিয়োগকারী-থেকে-বিনিয়োগকারী (ইনভেস্টর টু ইনভেস্টর) সংযোগ জোরদারের একটি সেতু হিসেবে কাজ করবে।