বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনে হবে চাকসু নির্বাচনের ভোটগ্রহণ
- ০৭ অক্টোবর ২০২৫, ১৯:৩২
আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ১৫টি হলের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের পাঁচটি ভবনে। এছাড়া ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতাধীন থাকবে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আব্দুল করিম ভবন, যেটি পুরাতন কলা ও মানববিদ্যা অনুষদের ভবন সেখানে সোহরাওয়ার্দী হলের বরাদ্দপ্রাপ্ত ও সংযুক্ত শিক্ষার্থীরা ভোট দিবেন। এছাড়া কলা ও মানববিদ্যা অনুষদের নতুন শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে শাহজালাল, আলাওল ও এ এফ রহমান হলের বরাদ্দপ্রাপ্ত ও সংযুক্ত শিক্ষার্থীরা ভোট দিবেন। বিজ্ঞান অনুষদ ভবনে শাহ আমানত, শহীদ আব্দুর রব ও মাস্টারদা সূর্যসেন হলের শিক্ষার্থীরা ভোট দিবেন।
আরও পড়ুন: এইচএসসির ফল প্রকাশ নিয়ে বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে মন্ত্রণালয়ের সভা
বাকি দুটি হলো সমাজবিজ্ঞান অনুষদ ভবন, এ কেন্দ্রে নবাব ফয়জুন্নেছা, শামসুন নাহার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও অতীশ দীপঙ্কর হলের বরাদ্দপ্রাপ্ত ও সংযুক্ত শিক্ষার্থীরা ভোট দিবেন এবং ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে প্রীতিলতা, বিজয়-২৪, শহীদ ফরহাদ হোসেন হল ও শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের শিক্ষার্থীরা ভোট দিবেন।
নির্বাচনী কার্যক্রম সুন্দর মতো চলছে জানিয়ে তিনি আরও বলেন, আশাকরি শিক্ষার্থীদের সাথে নিয়ে সুন্দর ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে পারবো।