বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে কলেজছাত্র নিহত

সিফাত হোসেন শাওন
সিফাত হোসেন শাওন © টিডিসি সম্পাদিত

পাবনার ভাঙ্গুড়ায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে সিফাত হোসেন শাওন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত শাওন ভবানীপুর ভাটোপাড়া  এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য রঞ্জুর ছেলে। তিনি বগুড়া ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে, পূজার ছুটি উপলক্ষে বাড়িতে এসেছিলেন শাওন। বাড়িতে এসে সে নিয়মিত দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াত। আজ সন্ধ্যায় শাওন দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ভবানীপুর গ্রাম থেকে ভাঙ্গুড়া বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভবানীপুর দক্ষিণপাড়া পৌঁছালে মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা একটি নসিমন গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এ সময় তিনি ছিটকে রাস্তায় পড়ে যান।  এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। আশপাশের লোকজন  তাকে  উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গুড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন বলেন, মোটরসাইকেলের গতি অত্যন্ত বেশি থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। এতে অকালে একটি প্রাণ  হারিয়ে গেল। সবার উচিত মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণে রেখে চালানো।