শিক্ষা অধিকার সংসদের ওয়েবিনার
‘শিক্ষা এখন জোড়াতালি দিয়ে চলছে, রাষ্ট্র প্রশাসনকে শিক্ষকবান্ধব দেখছি না’
- টিডিসি রিপোর্ট
- ০৬ অক্টোবর ২০২৫, ২০:০৭
শিক্ষা এখন কোনোরকম জোড়াতালি দিয়ে চলছে। রাষ্ট্র প্রশাসনকে যেভাবে শিক্ষকবান্ধব হওয়া উচিত, সেভাবে আমরা দেখছি না। নীতিনির্ধারণী পর্যায়ে শিক্ষকদের অংশগ্রহণ প্রয়োজন। গতকাল রবিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা অধিকার সংসদ আয়োজিত ওয়েবিনারে আলোচকদের বক্তব্যে এসব কথা উঠে এসেছে।
‘শিক্ষকতা পেশা: সম্মিলিত প্রচেষ্টার দীপ্তি’ প্রতিপাদ্যকে ধারণ করে রবিবার সন্ধ্যায় এই ওয়েবিনার আয়োজিত হয়। এ সময় শিক্ষকতা পেশা আকর্ষণীয় করতে রাষ্ট্রীয় বিনিয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তাদের সম্মান ও সম্মানী উভয় দিকেই মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়।
ওয়েবিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ মনিনুর রশিদ বলেন, মানুষের শিক্ষার শুরু হয় প্রাথমিক পর্যায়ে, সেখানেই বিনিয়োগ হওয়া দরকার বেশি। শিক্ষকদের চাকরিটাকে আকর্ষণীয় করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। আমরা বলছি শিক্ষকতা মহান পেশা, কিন্তু তাদের জন্য কাজের কাজ কিছু হচ্ছে না।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মাহবুবুর রাজ্জাক বলেন, আজকে আমাদের শিক্ষকরা খুব একটা ভালো নেই। তাদের ভালো থাকার জন্য রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন। শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া দরকার। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব ড. খ. ম. কবিরুল ইসলাম বলেন, শিক্ষা এখন কোনোরকম জোড়াতালি দিয়ে চলছে। রাষ্ট্র ও প্রশাসনকে যেভাবে শিক্ষকবান্ধব হওয়া উচিত, সেভাবে আমরা দেখছি না। নীতি নির্ধারণী পর্যায়ে শিক্ষকদের অংশগ্রহণ প্রয়োজন। শিক্ষা খাতে বরাদ্দ আন্তর্জাতিক মান অনুসারে একেবারেই নগন্য, সেখানেও দৃষ্টি দিতে হবে।
ওয়েবিনারে উচ্চশিক্ষায় শিক্ষকদের মানোন্নয়ন ও গবেষণা প্রসঙ্গে বক্তব্য রাখেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজমুন নাহার। তিনি বলেন, শিক্ষকদের তার নিজ বিষয়ে বিশেষ জ্ঞান থাকা জরুরি। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের থেকেও শিখতে পারেন। একই সঙ্গে শিক্ষকদের একটা নিজস্ব দৃষ্টিভঙ্গিও থাকা দরকার।
এ সময় শিক্ষক প্রশিক্ষণের স্বরূপ বিষয়ে বক্তব্য রাখেন মাদারীপুর প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) ইনস্ট্রাক্টর মুহাম্মদ শাহাদাত হুসাইন, সমাজ ও গণপরিসরে শিক্ষকদের মর্যাদা ও ভূমিকা বিষয়ে বক্তব্য রাখেন সমকালের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাহফুজুর রহমান মানিক, মাদ্রাসায় শিক্ষকতার চ্যালেঞ্জ বিষয়ে বক্তব্য রাখেন কেওয়া খাদিজাতুল কোবরা (রা.) ফাজিল মাদ্রাসার প্রভাষক মো. আলমগীর কবির, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় পারিপার্শ্বিক সহযোগিতা বিষয়ে বক্তব্য রাখেন মনেস্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না পারভীন, শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের রসায়ন নিয়ে বক্তব্য রাখেন রাজশাহী মদিনাতুল উলুম কামিল মাদরাসার প্রভাষক নাজনীন নাহার এবং ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতার অভিজ্ঞতা বর্ণনা করেন নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক মিনহাজুল আরেফিন।
ওয়েবিনারে আরও বক্তব্য দেন শেরপুর পিটিআইয়ের ইনস্ট্রাক্টর মো. আবদুর রাজ্জাক, পিটিআই ইনস্ট্রাক্টর মো. মঈনুল ইসলাম, ইউনাইটেড ইন্টারন্যাশনালের শিক্ষক আবুসাদাত, শিক্ষা অধিকার সংসদের মিসবাহুর রহমান আসিম প্রমুখ। ওয়েবিনার সঞ্চালনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিরশিক্ষক মো. বুরহানউদ্দিন নোমান।