এনসিপি শাপলা প্রতীকেই নির্বাচন করবে: সারজিস

সারজিস আলম
সারজিস আলম © সংগৃহীত

এনসিপি শাপলা প্রতীক নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার (৬ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শাপলা প্রতীক পেতে যেহেতু আইনগত কোনো বাধা নেই, তাই আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়ে অংশগ্রহণ করবে। নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করবো, তারা যেন তাদের জায়গা থেকে সঠিক দায়িত্ব পালন করে।  

এনসিপি নেতা বলেন, গণঅভ্যুত্থানের পরও যদি নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে সক্রিয়তা বজায় রাখতে না পারে এবং কোনো প্রভাবের ফলে আমাদের ন্যায়সংগত অধিকার বা শাপলা প্রতীক না দেয়; তাহলে আমরা মনে করবো এ নির্বাচন কমিশন আগামী নির্বাচনে কাজ করার যোগ্যতা ও আস্থা হারিয়ে ফেলবে।

এ সময় দলটির জেলা ও উপজেলার বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।