গুম, খুনের সঙ্গে জড়িতদের দায়মুক্তি দেওয়ার বিষয়ে সেনাপ্রধান বক্তব্য দেননি : আইএসপিআর

আইএসপিআর
আইএসপিআর © সংগৃহীত

গুম, খুন বা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের দায়মুক্তি দেওয়ার বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যমূলক অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। 

সোমবার (৬ অক্টোবর) এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী এই বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানায়।

আইএসপিআর-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ‘In Aid to Civil Power’ কার্যক্রম আরও দক্ষভাবে পরিচালনার লক্ষ্যে একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে সেনাবাহিনীর মাঠপর্যায়ের দায়িত্ব পালনের আইনগত কাঠামো, চ্যালেঞ্জ ও সংশ্লিষ্ট ধারাগুলো আলোচনায় উঠে আসে। সেখানে বাংলাদেশ দণ্ডবিধির ১২৭ থেকে ১৩২ ধারা, বিশেষ করে সেনাবাহিনীকে মাঠ পর্যায়ে মোতায়েনের সময় ‘ম্যাজিস্ট্রেসি ক্ষমতা’ প্রয়োগ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনা সদস্যদের ভূমিকাসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই আলোচনার প্রেক্ষাপটে CrPC ১৩২ ধারায় সেনা সদস্যদের দায়মুক্তি (Indemnity) এবং International Crimes (Tribunals) Act, 1973 (সংশোধিত ২০২৪) এর সঙ্গে তার সম্ভাব্য সাংঘর্ষিক অবস্থান সম্পর্কে সেনাবাহিনী প্রধান আলোচনার অংশ হিসেবে আলোকপাত করেন। মূলত মাঠপর্যায়ে আইনানুগভাবে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করাই ছিল আলোচনার উদ্দেশ্য।

আইএসপিআর সাফ জানায়, সেনাপ্রধান আলোচনা চলাকালীন গুম, খুন বা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের দায়মুক্তি দেওয়ার বিষয়ে কোনো বক্তব্য দেননি। কিন্তু একটি অসাধু ও চিহ্নিত কুচক্রী মহল—বিশেষ করে বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তি—বক্তব্যের অংশবিশেষ বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এই অপচেষ্টা সেনাবাহিনী ও জনগণের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতেই পরিচালিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেনাবাহিনী সর্বদা সংবিধান, রাষ্ট্রীয় আইন এবং জনগণের প্রতি দায়বদ্ধ থেকে পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। বিভ্রান্তিকর অপপ্রচারে কান না দিতে এবং এসব বিষয়ে সচেতন থাকতে জনগণের প্রতি অনুরোধ জানানো হয়।

বাংলাদেশ সেনাবাহিনী বিষয়টি ইতোমধ্যেই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।