নাটকীয়তা, বিতর্ক ও আইনি জটিলতা পেরিয়ে বিসিবি নির্বাচন শুরু
- ০৬ অক্টোবর ২০২৫, ১০:৩৯
নির্বাচন ঘিরে দীর্ঘদিনের নাটকীয়তা, বিতর্ক ও আইনি জটিলতা শেষে আজ (৬ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন।
মোট ১৫৭ জন ভোটার বা কাউন্সিলর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের ভোটে ২৮ জন প্রার্থীর মধ্য থেকে নির্বাচিত হবেন ১৭ জন পরিচালক। অন্য পদগুলোয় একাধিক প্রার্থী না থাকায় সেসব পদে আনুষ্ঠানিকভাবে নির্বাচন হচ্ছে না।
এদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তাধীন ১৫টি ক্লাবের ভোটাধিকার পুনর্বহাল করার বিষয়ে আদালতের রবিবারের (৫ অক্টোবর) রায়ের ফলে নির্বাচনের গতিপথে কিছুটা পরিবর্তন এসেছে। এই রায়ের ফলে আগের পরিচালনা পর্ষদের প্রভাবশালী সদস্য এবং বাতিল হওয়া প্রার্থী ইফতেখার রহমান মিঠু আবারও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
এর আগে, ওই ১৫টি ক্লাবের ভোটাধিকার স্থগিত করায় সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ১৫ জন কাউন্সিলর সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে গত ১ অক্টোবর নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেন।
এদিকে, ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে ইতোমধ্যে ৬ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ এই ক্যাটাগরি থেকে আরও চারজন পরিচালক নির্বাচিত হবেন।
এছাড়া, ক্যাটাগরি-২ (ঢাকা মহানগরের ক্লাব) থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ (অন্যান্য) থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন। এরপর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সরাসরি আরও দুজন পরিচালক মনোনীত করবে। সব মিলিয়ে ২৫ জন পরিচালক নিয়ে গঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ।