টি টোয়েন্টিতে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশের পর এবার লক্ষ্য ওয়ানডে সিরিজ, ম্যাচগুলো কবে

বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল © সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট দল আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ইতিহাস গড়েছে। প্রথমবারের মতো আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। গতকাল সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৬ উইকেটে জয় পায় বাংলাদেশ । তিন ম্যাচের এই সিরিজে প্রতিটি ম্যাচেই জয় তুলে নিয়ে বাংলাদেশ সিরিজটি ৩-০ ব্যবধানে জিতে নেয়।

এই জয় বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ ২০১৮ সালে দেরাদুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল আফগানিস্তান। দীর্ঘ সাত বছর পর সেই অপমানের প্রতিশোধ নিয়েছে টাইগাররা। জাকের আলীর নেতৃত্বে বাংলাদেশ দল দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে পুরো সিরিজেই। বিশেষ করে দলের বোলাররা দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছেন।

টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর এবার শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ মাঠে গড়াবে আগামী ৮ অক্টোবর থেকে। পরবর্তী দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ অক্টোবর। সবগুলো ম্যাচই হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এবং ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

টি-টোয়েন্টি সিরিজের আত্মবিশ্বাস নিয়েই বাংলাদেশ ওয়ানডে সিরিজে মাঠে নামবে। ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে পারলে ওয়ানডে সিরিজেও জয় পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বোলিং ইউনিট ও টপ অর্ডার ব্যাটসম্যানদের ফর্ম দলকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। জাকের আলীর নেতৃত্বে গঠিত দলটি এখন অনেক বেশি পরিণত এবং আত্মবিশ্বাসী।