সাস্টিয়ান ফুটসাল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন গ্লাক্টিকোস
- ০৫ অক্টোবর ২০২৫, ২২:২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক শিক্ষার্থী আয়োজিত সাস্টিয়ান ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে গ্লাক্টিকোস। আজ রবিবার (৫ অক্টোবর) গুলশান ইয়ুথ ক্লাব মাঠে ফাইনালে জোয়াসকে টাইব্রেকারে ২-০ গোলে হারিয়েছে তারা।
টুর্নামেন্টে বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। বিশেষ অতিথি ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ফাহাদ করিম।
এছাড়া বিশেষ প্রতিনিধি ছিলেন বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী ড. মো. মুজিবুর রহমান এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় এলামনাই এসোসিয়েশনের কো-কনভেনার সাব্বির আহম্মদ চৌধুরী।
সাবেক শিক্ষার্থী যুগ্ম কর কমিশনার মেহেদী মাসুদ ফয়সাল, টুর্নামেন্ট কমিটির আহবায়ক মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সাস্ট ক্লাবের প্রেসিডেন্ট আব্দুস সালাম, সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ট্রেজারার কামরুজ্জামান, কার্যকরী কমিটির সদস্য সৈয়দ সুলতান, ওমর শরীফ, বুলবুল আহমেদ ও আবু সাঈদ এবং টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
টুর্নামেন্টটি আয়োজন করেছিল সাস্ট ক্লাব লিমিটেড। এতে ১৬টি দল অংশ নিয়েছিল। এরমধ্যে ৮টি দল নক আউট পর্বে জয়ী হয়েছে। পরবর্তীতে ৪টি দল সেমিফাইনালে অংশগ্রহণ করে।