ভোলার তজুমদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি © টিডিসি

ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মানিক (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছেন। রবিবার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মানিক উপজেলার শম্ভুপুর ইউনিয়নের মন্তাজ মাস্টার বাড়ির প্রবাসী মোহাম্মদ নাসির মিয়ার ছেলে।

জানা গেছে, নিজ বাড়িতে বিদ্যুৎ লাইনের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন মানিক। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত হোসেন জানান, সকাল ৯টা ৪৫ মিনিটে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহব্বত খান বলেন, ঘটনাটিতে একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে।