জনবল নিয়োগ দেবে ডেলটা মেডিকেল কলেজ, আবেদন সরাসরি-ডাকযোগে
- ০৫ অক্টোবর ২০২৫, ১৯:২৫
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডেলটা মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রতিষ্ঠানটি উপাধ্যক্ষ, রেজিস্ট্রারসহ ৫ পদে কর্মকর্তা নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ডেলটা মেডিকেল কলেজ ও হাসপাতাল;
১. পদের নাম: উপাধ্যক্ষ;
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএমডিসি ও পিএসসির নীতিমালা অনুযায়ী;
২. পদের নাম: অধ্যাপক;
বিভাগ: মেডিসিন, পেডিয়াট্রিকস, ডার্মাটোলজি, সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি অ্যান্ড হেড নেক, সার্জারি, অবস অ্যান্ড গাইনি, সাইকিয়াট্রি;
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএমডিসি ও পিএসসির নীতিমালা অনুযায়ী;
আরও পড়ুন: বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চাকরি, কর্মস্থল ঢাকার শ্যামলী
৩. পদের নাম: সহযোগী অধ্যাপক;
বিভাগ: অর্থোপেডিক সার্জারি, ডার্মাটোলজি, ইউরোলজি;
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএমডিসি ও পিএসসির নীতিমালা অনুযায়ী;
৪. পদের নাম: সহকারী অধ্যাপক;
বিভাগ: ইএনটি অ্যান্ড হেড, নেক, সার্জারি, ডার্মাটোলজি;
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএমডিসি ও পিএসসির নীতিমালা অনুযায়ী;
৫. পদের নাম: রেজিস্ট্রার;
বিভাগ: পেডিয়াট্রিকস, অর্থোপেডিক সার্জারি, ইএনটি অ্যান্ড হেড নেক সার্জারি, অফথ্যালমোলজি, অবস অ্যান্ড গাইনি;
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএমডিসি ও পিএসসির নীতিমালা অনুযায়ী;
আরও পড়ুন: ইউনাইটেড হাসপাতাল নেবে সিনিয়র এক্সিকিউটিভ, আবেদন স্নাতক পাসেই
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
নির্দেশনা ও শর্তাবলি—
*আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, এমবিবিএস ও বিএমডিসি রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত অনুলিপি, ৩ কপি সদ্য তোলা (স্টুডিও প্রিন্ট) পাসপোর্ট সাইজের ছবিসহ পূর্ণ জীবনবৃত্তান্ত দাখিল করতে হবে;
*নিয়োগের ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে;
*চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে;
*খামের ওপর পদের নাম অবশ্যই লিখতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
অধ্যক্ষ, ডেলটা মেডিকেল কলেজ, ২৬/১, প্রিন্সিপাল আবুল কাশেম সড়ক, মিরপুর ১, ঢাকা ১২১৬ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ১১ অক্টোবর ২০২৫;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—
/Lotus%20(Private%20Jobs)/%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B2.jpg)
সূত্র: দৈনিক প্রথম আলো, ৫ অক্টোবর ২০২৫