মাদ্রাসায় ৩ শর্তে চালু হচ্ছে ব্যবসায় শিক্ষা বিভাগ
- ০৫ অক্টোবর ২০২৫, ১৬:৫৫
৮ম শ্রেণিতে কমপক্ষে ১০০ শিক্ষার্থী, অতিরিক্ত ২টি শ্রেণিকক্ষ এবং এনটিআরসিএ কর্তৃক শিক্ষক নিয়োগ না দেওয়া পর্যন্ত ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষকদের বেতন দেওয়ার সক্ষমতা থাকতে হবে— এমন তিন শর্ত দিয়ে মাদ্রাসায় চালু হচ্ছে ব্যবসায় শিক্ষা বিভাগ। বাংলাদেশ শিক্ষা বোর্ডের একাধিক সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রটি জানায়, আজ রবিবার বা কাল সোমবারের মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ৩টি শর্ত দিয়ে একটি নোটিশ প্রকাশ করা হতে পারে। যেসব মাদ্রাসার ওই তিন শর্ত পূরণ করতে পারবে তাদেরকেই ৯ম শ্রেণিতে ব্যবসা শিক্ষা বিভাগ চালুর জন্য অনুমোদন দেওয়া হবে। নোটিশ প্রকাশের পর মাদ্রাসা প্রধান মাদ্রাসা বোর্ডে আবেদন করবেন। তাদের আবেদন যাচায়-বাছাই শেষে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে মাদ্রাসাগুলোকে ব্যবসা শিক্ষা বিভাগ চালুর জন্য অনুমোদন দেওয়া হবে।
এদিকে চলতি মাসের ১৩/১৪ অক্টোবর এনসিটিবিতে মাদ্রাসায় কমার্সের পাঠ্যবই সংক্রান্ত একটি মিটিং হওয়ার কথা রয়েছে। সেখানে পাঠ্যবেইয়ের ও সিলেবাস নিয়ে আলোচনা হতে পারে।
উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ মহাতাব হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আজ/কালকের মধ্যে ব্যবসা শিক্ষা বিভাগ চালুর বিষয়ে আবেদনের জন্য নোটিশ প্রকাশ করা হবে।’ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকেই শর্ত সাপেক্ষে ৯ম শ্রেণিতে ব্যবসা শিক্ষা বিভাগ চালু হচ্ছে।
এর আগে শিক্ষা বোর্ড পরিদর্শক দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছিলেন, ‘দাখিল ও আলিমে বাণিজ্য বিভাগ চালুর প্রয়োজনীয়তা অনুভব করছি। স্কুল-কলেজ পর্যায়ে যদি চালু থাকতে পারে মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থায় কেন নয়? যেহেতু ইসলামে অর্থনীতির বিষয় রয়েছে তাহলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় বাণিজ্য বিভাগ চালু করা দরকার। আমরা এটি নিয়ে কাজ করছি।’
তথ্যমতে, তৎকালীন ব্রিটিশ সরকারের উদ্যোগে ১৭৮০ সালে ‘কলকাতা আলিয়া মাদ্রাসা’ প্রতিষ্ঠার মাধ্যমে উপমহাদেশে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা শুরু হয়। পরবর্তীতে ১৯৭১ সালে দেশ স্বাধীন হলে লাদেশে মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও কর্মমুখী করার উদ্যোগ গৃহীত হয়। এই উদ্যোগের পর ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড’ নামে ঢাকাস্থ সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ক্যাম্পাসে নতুন আঙ্গিকে কার্যক্রম শুরু হয়। পরে মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করার লক্ষ্যে ১৯৭৮ সালে মাদ্রাসা শিক্ষা অধ্যাদেশ জারির মাধ্যমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড পুনঃগঠন করা হয়।
১৯৭৯ সালের ৪ জুন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম শুরু করে। তবে দেশ স্বাধীনের ৫০ বছর পেরিয়ে গেলেও মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে মানবিক, বিজ্ঞান শাখা চালু করলেও বাণিজ্য বিভাগ চালু করতে পারেনি বোর্ড কর্তৃপক্ষ। মূলত সেই খড়া কাটাতেই নতুন উদ্যোগ নিচ্ছে সংশ্লিষ্ট শিক্ষা খাতটি।