কক্সবাজারের দুই ফায়ারিং রেঞ্জে হবে বোমাবর্ষণ প্রশিক্ষণ, সতর্কতা জারি

বাংলাদেশ বিমান বাহিনীর ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান
বাংলাদেশ বিমান বাহিনীর ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান © সংগৃহীত

বাংলাদেশ বিমান বাহিনী কুতুবদিয়া ও কক্সবাজার ফায়ারিং রেঞ্জ এলাকায় গোলাবর্ষণ প্রশিক্ষণ পরিচালনা করবে। এ সময় সাধারণ নাগরিকদের এ অঞ্চল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে সরকার।

রবিবার (৫ অক্টোবর) নাগরিকদের মোবাইলে পাঠানো এক সরকারি সতর্কবার্তায় এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, বিমান বাহিনীর যুদ্ধ বিমান কুতুবদিয়া ও কক্সবাজার ফায়ারিং রেঞ্জে ০৬ হতে ১৬ অক্টোবর ২৫ পর্যন্ত গোলাবর্ষণ প্রশিক্ষণ করবে, সকলকে উক্ত সময়ে ঐ এলাকা পরিহার করার জন্য অনুরোধ করা হলো।