পাকিস্তান ম্যাচের আগে ভারতের অনুশীলনে সাপ
- ০৪ অক্টোবর ২০২৫, ২০:২৬
নারী ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বাইরের উত্তেজনা বাড়ছেই। সেই উত্তাপের মধ্যেই ভারতীয় দলের অনুশীলনের সময় মাঠে ঢুকে পড়ল একটি সাপ। শনিবার (৪ অক্টোবর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলন চলাকালীন মাঠেই সাপটি ঘুরে বেড়াতে দেখা যায়।
এই প্রজাতির সাপকে শ্রীলঙ্কায় 'গারান্দিয়া' বা ইঁদুরখেকো সাপ বলা হয়, যা সাধারণত বিষাক্ত নয় এবং মানুষের জন্য ক্ষতিকরও নয়। অবশ্য, হঠাৎই মাঠে সাপের উপস্থিতি ভয়ের সঙ্গে সঙ্গে কৌতূহলেরও জন্ম দেয়। ঘটনাটি উপভোগও করেন ভারতীয় ক্রিকেটার, কোচিং স্টাফ এবং উপস্থিত সাংবাদিকরা ।
অবশ্য, প্রেমাদাসা স্টেডিয়ামে সাপের উপস্থিতি নতুন কোনো ঘটনা নয়। এর আগে, লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং গত জুলাইয়ে শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজের সময়ও একই ধরনের সাপের দেখা মিলেছিল।
এদিকে, সাপ আতঙ্কের আড়ালে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে করমর্দনের বিতর্কও থাকছে। সম্প্রতি এশিয়া কাপে একে অপরের সঙ্গে হাত মেলাননি দেশটির ক্রিকেটাররা। ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমের দাবি, একই পথে হেঁটে হারমনপ্রীত কৌরের দলও ফাতিমা সানার দলের সঙ্গে করমর্দন এড়িয়ে যেতে পারে। ফলে, মাঠের লড়াইয়ের পাশাপাশি দুই দলের খেলোয়াড়দের আচরণের দিকেও তাকিয়ে থাকবে ক্রিকেটবিশ্ব।