জাল ভোট দিতে গিয়ে ধরা, শাস্তি পেলেন বিএনপি নেতা
- ০৪ অক্টোবর ২০২৫, ১৭:৪৬
সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির ওয়ার্ড সম্মেলনে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়া শাহজালাল (২৪) নামের বিএনপি নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে জেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শনিবার এ সিদ্ধান্ত জানায় সংগঠনটি।
শনিবার (৪ অক্টোবর) জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শাহজালালকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় অনুষ্ঠিত ওই কাউন্সিলে শাহজালাল ভোট প্রদানের পর পুনরায় দ্বিতীয়বার ভোট দিতে গেলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বাধা দেন। এ সময় তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করেন, যা দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ড।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন; তাই এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড দল কখনো আশ্রয় বা প্রশ্রয় দেয় না। সংগঠনের ভাবমূর্তি রক্ষার্থে শাহজালালকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।’
এ বিষয়ে অনুলিপি পাঠানো হয়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও খুলনা বিভাগীয় সাংগঠনিক প্রধান আমান উল্লাহ আমান, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংসদীয় আসন-৪-এর টিম প্রধান তাজকিন আহমেদ চিশতীর কাছে।
এর আগে শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নূরনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল চলাকালে শাহাদাৎ হোসেন সরদারের প্রতিদ্বন্দ্বী বাদশা ঢালীর পক্ষে একাধিকবার ভোট দিতে গিয়ে ধরা পড়েন শাহজালাল। এসময় শাহাদাৎ হোসেনের ছেলে শহিদুল্লাহ (৩৪) তাকে ধরে ফেললে শাহজালাল পকেটে থাকা চাকু দিয়ে আঘাত করে পালানোর চেষ্টা করেন। স্থানীয়রা ধাওয়া দিয়ে তাকে আটক করে পাশের একটি দোকানে আটকে রাখে। পরে রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক ও যুবদল নেতা রাজু আহমেদ লোকজন নিয়ে এসে তাকে মুক্ত করে নিয়ে যান।