ত্বকের উজ্জ্বলতায় কফি ব্যবহার করবেন যেভাবে

ত্বকের যত্নে কফির ব্যবহার
ত্বকের যত্নে কফির ব্যবহার © সংগৃহীত

শুধু মস্তিষ্ককে সতেজ রাখাই নয়, কফি ত্বকের যত্নেও একটি জনপ্রিয় প্রাকৃতিক উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যাফেইন এবং বিভিন্ন ভিটামিন ত্বককে উজ্জ্বল, মসৃণ ও প্রাণবন্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ত্বকে কফি দিয়ে আলতোভাবে মাসাজ করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, যা ত্বকের গঠন উন্নত করে এবং মুখে আনে প্রাকৃতিক উজ্জ্বলতা। এছাড়া এটি ত্বককে মৃদুভাবে এক্সফলিয়েট করে মৃত কোষ ও জমে থাকা ময়লা দূর করে ত্বকে ফিরিয়ে আনে সতেজতা।

রোদে পোড়াভাব কমানো, ত্বকে টানটান ভাব আনা ও উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি বয়সের ছাপ হ্রাস করতেও কফি কার্যকর। তাই প্রাকৃতিকভাবে ত্বকের যত্ন নিতে নিয়মিত ব্যবহারে কফি হতে পারে একটি সহজ ও কার্যকর সমাধান।

কফির স্ক্রাব
পরিমাণমতো কফির ও চিনির সাথে ১ টেবিল চামচ নারিকেল তেল বা জলপাইয়ের তেল মিশিয়ে কফির স্ক্রাব বানানো যায়। এটি ত্বকের মৃত কোষ ও ময়লা দূরে বেশ উপকারী। গোসলের আগে ভেজা ত্বকে কফির স্ক্রাব হাতে নিয়ে শরীরে আলতো করে ঘুড়িয়ে ঘুড়িয়ে লাগাতে হবে। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

কফির ফেসপ্যাক
১ টেবিল চামচ মধু ও ১ চা-চামচ কফি বাটিতে নিয়ে ভালো করে মেশাতে হবে। এবার মুখে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অল্প শুকনা থাকতেই মালিশ করে করে তুলে নিতে হবে, এবার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। কফির প্যাক ব্যবহার করলে সারাদিন ত্বক সতেজ ও মসৃণ থাকবে।

কফির মাস্ক
কফির সাথে ১ কাপ দুধ, ১ টেবিল চামচ লেবুর রস, মধু ও কোক পাউডার দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। এবার পরিষ্কার ত্বকে মিশ্রণটি লাগিইয়ে হাল্কা শুকানো পর্যান্ত অপেক্ষা করতে হবে। এবার শুকিয়ে এলে হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

কফি ও পানি
কফি ঠান্ডা পানির সাথে মিশিয়ে চোখের চারিপাশে দিলে চোখেও ফোলা ভাব কমে। আবার কফির সাথে কুসুম কুসুম গরম পানি দিলেও ত্বকের জন্য সেটি বেশ উপকারী। 

কফির আইস কিউব
কফি গরম পানির সাথে ভালোমতো গুলিয়ে নিয়ে তা ঠান্ডা করে নিতে হবে। এবার তা আইস ট্রে তে জমতে দিতে হবে। কফির আইস কিউব ত্বকে দিলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে, ত্বকের ফোলা ভাব কমে ও ত্বক টানটান হয়। 

তবে কফি ব্যবহার করার আগে ত্বকের একটি ছোট অংশে পরীক্ষা করে নিতে হবে, কারণ কিছু মানুষের ক্ষেত্রে এটি শুষ্কতা বা অ্যালার্জি সৃষ্টি করতে পারে। তাই ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নেয়া উচিত।