ট্রাম্পের নির্দেশের পরও গাজায় হামলা, নিহত দুই শিশু

হামলার ছবি
হামলার ছবি © ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের হামলা বন্ধের নির্দেশের পরও দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় একটি তাবুর ওপর ইসরায়েলি সেনাবাহিনী ড্রোন হামলা চালিয়েছে। এতে দুই শিশু নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। শনিবার সকালেে নাসের মেডিকেল কমপ্লেক্সের একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা আরবি।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে অবিলম্বে বোমাবর্ষণ বন্ধের নির্দেশ দেওয়ার পর এবং হামাস তার শান্তি পরিকল্পনার ইতিবাচক সাড়া জানানোর পর থেকে এটি গাজায় প্রথম হতাহতের ঘটনা।

এর আগে, ৩ অক্টোবর হামাসকে  ২০ দফা প্রস্তাব মেনে নেয়ার সময় বেঁধে দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইসরাইলকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধের নির্দেশ জানিয়েছেন তিনি।

এর কয়েক ঘণ্টা পর এক বিবৃতিতে গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রস্তাবে আংশিক সম্মতির কথা জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধ বন্ধ হলে সব ইসরাইলি বন্দিকে মুক্তি দিতে রাজি জানিয়ে সংগঠনটি বলছে, ট্রাম্পের সঙ্গে আলোচনা করতেও প্রস্তুত তারা।

হামাসের এই ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে লিখেছেন, ‘হামাসের সদ্য প্রকাশিত বিবৃতির ভিত্তিতে আমি বিশ্বাস করি, তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। ইসরাইলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে আমরা জিম্মিদের নিরাপদে এবং দ্রুত মুক্ত করতে পারি।’