সুন্দরবনে ডুবে যাওয়া জাহাজ থেকে ৯৯৯-এ ফোন, অতঃপর...

হিরণপয়েন্ট সংলগ্ন খালে জাহাজ ডুবে যায়
হিরণপয়েন্ট সংলগ্ন খালে জাহাজ ডুবে যায় © সংগৃহীত

সুন্দরবনের হিরণপয়েন্ট সংলগ্ন খালে বৈরী আবহাওয়ার কারণে এক লাইটার জাহাজ ডুবে যাওয়ার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চাইলে সেখানে আটকে পড়া দুই ড্রেজারশ্রমিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার (৪ অক্টোবর) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এই তথ্য জানান।

তিনি জানান, ৩ অক্টোবর (শুক্রবার) ভোররাতে বাগেরহাটের মংলার হিরণপয়েন্ট সংলগ্ন খাল থেকে নুর হোসেন নামের এক ড্রেজারশ্রমিক ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তিনি ও তার এক সহকর্মী এমভি সাফিন নামক একটি লাইটার জাহাজে ড্রেজার মেশিনসহ খনন কাজে নিয়োজিত ছিলেন।

‘নিম্নচাপজনিত বৈরী আবহাওয়ার কারণে জাহাজটি একপাশে কাত হয়ে পড়ে এবং ড্রেজার মেশিন পানিতে তলিয়ে যায়। প্রথমে তারা কাছের একটি চরে আশ্রয় নিলেও পানির উচ্চতা বাড়ায় সেই চরও ডুবে যায়।’

তিনি আরও বলেন, আত্মরক্ষার জন্য তারা দুজন একটি গাছের ডালে উঠে আশ্রয় নেন এবং সেখান থেকেই নুর হোসেন ৯৯৯ নম্বরে কল করে দ্রুত উদ্ধার চেয়ে আবেদন জানান।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ৯৯৯ থেকে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনীর নিয়ন্ত্রণকক্ষকে অবহিত করা হয়। পরে কোস্টগার্ডের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই দুই শ্রমিককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

আনোয়ার সাত্তার বলেন, এ ঘটনায় লাইটার জাহাজের মালিকপক্ষের সাথেও যোগাযোগ করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ডুবে যাওয়া নৌযানটি উদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।