নারী উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল

মতবিনিময় কথা বলছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান
মতবিনিময় কথা বলছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান © টিডিসি

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, নারী উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আগামী প্রজন্মকে আলোকিত ভবিষ্যৎ উপহার দিতে হলে আজকের নারীদের এগিয়ে আসতে হবে। তাদের শিক্ষা, সচেতনতা ও অধিকার নিশ্চিত করতে হবে রাষ্ট্র ও সমাজ উভয়কেই।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১০টায় সচেতন নারী সমাজ, শৈলকুপা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

নারী সমাজের কল্যাণ, অধিকার রক্ষা ও জীবনমান উন্নয়নের প্রত্যয়ে আয়োজিত এ সভা ধীরে ধীরে রূপ নেয় এক মহাসমাবেশে। আয়োজকরা ভেবেছিলেন, রাজনীতি বিমুখ ও পিছিয়ে পড়া নারীদের অংশগ্রহণ সীমিত থাকবে। তাই এক হাজার আসনের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বাস্তবে ঘটল ভিন্ন চিত্র।

বৈরী আবহাওয়া ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে প্রান্তিক নারীরা ঢলে পড়েন কলেজ প্রাঙ্গণে। কয়েক হাজার নারীর উপস্থিতিতে নির্ধারিত আসন ছাড়িয়ে কলেজ মাঠ, বারান্দা, এমনকি আশপাশের পথঘাটও ভরে যায় নারী পদচারণায়।

সভায় উপস্থিত নারীরা প্রাণবন্ত অংশগ্রহণের মাধ্যমে জানান দেন, তারা সমাজের উন্নয়ন ও রাষ্ট্রীয় অগ্রযাত্রায় অবদান রাখতে প্রস্তুত।