সুমুদ ফ্লোটিলার শেষ জাহাজটিও আটক করেছে ইসরায়েল
- ০৩ অক্টোবর ২০২৫, ১৪:২১
গাজায় শেষ ত্রাণবাহী জাহাজ আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডের উপকূলে অবরুদ্ধ গাজায় ত্রাণবাহী একমাত্র নৌকাটি এখন ইসরায়েলি বাহিনীর দখলে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
লাইভ ভিডিওতে দেখা গেছে, শুক্রবার সকালে ইসরায়েলি বাহিনী জোর করে জাহাজে উঠে পড়ছে।
পোলিশ পতাকাবাহী ম্যারিনেট, যার ক্রু সংখ্যা ছয় জন বলে জানা গেছে। এটি ছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ অবশিষ্ট কার্যকরী জাহাজ। যার সদস্যা সংখ্যা একসময় ৪৪ ছিল।
এর আগে সকাল ১০ টার দিকে জাহাজটি গাজার উপকূল থেকে প্রায় ৪৩ নটিকেল মাইল (৮০ কিলোমিটার) দূরে ছিল। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এ বহরে ছিলেন বিভিন্ন দেশের রাজনীতিক ও অধিকারকর্মীরা, যাদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, বর্তমানে গাজায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে, আর সেই পরিস্থিতিতে মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে এ ফ্লোটিলার অভিযান।
এদিকে ইসরায়েলি নৌবাহিনী বুধবার থেকে ফ্লোটিলার জাহাজগুলো আটকাতে শুরু করে। একদিন পর বৃহস্পতিবার ইসরায়েলের একজন কর্মকর্তা জানান, ৪০০ জনের বেশি যাত্রী থাকা একাধিক জাহাজকে উপকূলীয় এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয়েছে।
শুক্রবার গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এক বিবৃতিতে জানায়, তাদের ৪২টি জাহাজ ‘বেআইনিভাবে ইসরায়েলি বাহিনী আটক করেছে’ এবং যাত্রীদের ‘অবৈধভাবে অপহরণ’ করা হয়েছে।