‘পাসপোর্টে স্বামী হিসেবে এখনো সৃজিতের নাম’

মিথিলা ও সৃজিত
মিথিলা ও সৃজিত © সংগৃহীত

ভারতের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলার সংসার ভাঙা নিয়ে গুঞ্জন চলছে বহুদিন থেকেই। সুস্মিতা চ্যাটার্জির সাথে প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছে। এরই মাঝে সুস্মিতার ঘনিষ্ঠ বন্ধু তকমা ও পূজোতে তাদের একাধিক ঘনিষ্ঠ ছবি এ প্রেমের গুঞ্জনকে আরও বেশী জোরালো করেছে। তবে কি মিথিলা সৃজিতের প্রাক্তণ? এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। 

২০২৩-এ শেষ বারের মতো একসাথে দেখা গিয়েছিল সৃজিত ও  মিথিলাকে। সম্প্রতি মিথিলা নিজের পিএইচডি শেষ করেছেন। সে সময়ে  মিথিলার কৃতিত্বে শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন সৃজিত। কিন্ত মিথিলা বা মেয়ের সঙ্গে গত দেড় বছরে কোনও ছবি দেননি তিনি। এরপর একাধিক বার তাঁদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা গেছে।

সম্প্রতি একটি পডকাস্টে এসে মিথিলা জানান, ২৪-এর জুলাইয়ের পর থেকে তিনি এখন পর্যন্ত কলকাতা যাননি। কারণ হিসেবে জানান তার ভারতের ভিসা নেয়। বর্তমানে মেয়ে আয়রাকে নিয়ে বাংলাদেশেই আছেন তিনি।

আরও পড়ুন : অগ্রিম সমন্বয় করেনি ইউজিসি ও ২১ বিশ্ববিদ্যালয়, প্রায় অর্ধশত কোটি টাকার অনিয়ম

তিনি আরও জানান, পাসপোর্টে এখন পর্যন্ত স্বামী হিসেবে সৃজিতের নামই রয়েছে। তবে সংসার ভাঙার গুঞ্জনে তিনি বলেন, 'এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না।'