ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল উন্মোচন, বিশেষত্ব কী

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল বল
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল বল © সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল উন্মোচন করেছে অ্যাডিডাস। বৃহস্পতিবার (২ অক্টোবর) ফিফা ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়, বলটির নাম রাখা হয়েছে ‘ট্রিওন্ডা (TRIONDA)’। স্প্যানিশ শব্দ ‘Trionda’-এর অর্থ ‘তিনটি তরঙ্গ’। ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশ, কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র একসঙ্গে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। এই তিন দেশের ঐক্যের প্রতীক হিসেবেই বলটির এমন নামকরণ করা হয়েছে। উজ্জ্বল লাল, সবুজ ও নীল রঙে সাজানো বলটি আয়োজক দেশগুলোর প্রতি শ্রদ্ধা জানায়।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল ম্যাচ বল এসে গেছে এবং এটি অসাধারণ! আমি ট্রিওন্ডা উপস্থাপন করতে পেরে খুশি ও গর্বিত। অ্যাডিডাস আরেকটি আইকনিক বল তৈরি করেছে, যা আয়োজক দেশগুলোর ঐক্য এবং আবেগকে প্রতিফলিত করছে। আমি অপেক্ষা করতে পারছি না এই সুন্দর বলটিকে মাঠে দেখতে।’

বলটির ডিজাইনে রয়েছে বিশেষ চার-প্যানেলের গঠন, যা বলের উড়ন্ত গতিপথকে স্থিতিশীল রাখে। এছাড়া এতে থাকা খোদাই করা আইকন বলটিকে আর্দ্র অবস্থায় আরও ভালো গ্রিপ দেয়, যা কিক ও ড্রিবলিংয়ের সময় সহায়তা করে। বলের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে কানাডার ম্যাপল পাতা, মেক্সিকোর ঈগল, এবং যুক্তরাষ্ট্রের তারকা। এছাড়া সোনালি অলংকরণ রয়েছে, যা বিশ্বকাপ ট্রফির প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

‘ট্রিওন্ডা’ বলটির আরেকটি বিশেষ দিক হলো এর আধুনিক প্রযুক্তি। এতে ব্যবহার করা হয়েছে ৫০০ হার্জ ফ্রিকোয়েন্সির মুভমেন্ট সেন্সর চিপ, যা বলের প্রতিটি গতিবিধি রিয়েল টাইমে VAR (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) সিস্টেমে পাঠাবে। এতে করে অফসাইডসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রেফারিদের সহায়তা মিলবে।

এই অফিসিয়াল ম্যাচ বল উন্মোচনের মাধ্যমে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ২৩তম আসরের প্রস্তুতি আরও জোরদার হয়েছে। অক্টোবর ও নভেম্বরের আন্তর্জাতিক ম্যাচ উইন্ডোতে বেশ কয়েকটি দল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে। আর টুর্নামেন্টের চূড়ান্ত ড্র অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৫ ডিসেম্বর, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।