ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেইজ হ্যাকড
- ০৩ অক্টোবর ২০২৫, ০৮:০১
ইসলামী ব্যাংক বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেইজ হ্যাকের ঘটনা ঘটেছে। এমএইচ ৪৭০এক্স নামের একটি হ্যাকার গ্রুপ এই হ্যাকের সাথে জড়িত বলে দাবি করেছে হ্যাকড পেইজে।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৬ টার দিকে এ হ্যাকের ঘটনা ঘটে।
ব্যাংকটির পেইজ ঘুরে দেখা যায়, পেইজটির নাম পরিবর্তন করা হয়নি। তবে এটির প্রোফাইল ও কাভার ফটো পরিবর্তন করে হ্যাকার গ্রুপটির ছবি দেওয়া হয়েছ। এছাড়া ‘পেইজ হ্যাকড বাই এমএইচ ৪৭০এক্স’ লিখে একটি পোস্ট করা হয়েছে।