ভারতে দুর্গা বিসর্জন দিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, ১৩ জনের মৃত্যু
- ০৩ অক্টোবর ২০২৫, ০৭:৪৫
ভারতের মধ্যপ্রদেশে বিজয়া দশমীর দিনে দুর্গা বিসর্জন দিতে গিয়ে দুটি পৃথক দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জনের নিহত হয়েছে্ন। নিহতদের মধ্যে ১০ জনই শিশু। দুর্ঘটনাগুলো রাজ্যের উজ্জয়ন ও খান্দাওয়া এলাকায় ঘটেছে।
জানা যায়, প্রথম দুর্ঘটনাটি ঘটেছে উজ্জয়নের ইঙ্গোরিয়া এলাকায়। দুর্গা বিসর্জনের জন্য ভক্তরা একটি ট্রাক্টর-ট্রলিতে করে যাচ্ছিলেন। সেই সময় ১২ বছর বয়সী এক শিশু ভুল করে ট্রাক্টরটি চালু করে দেয়। এতে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে চাম্বাল নদীতে পড়ে যায়। ট্রলিতে থাকা ১২টি শিশু নদীতে পড়ে গেলে, তাদের মধ্যে ২ জন মারা যায় এবং এখনো ১ শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুটির সন্ধানে পুলিশ ও উদ্ধারকারী দল অভিযান চালাচ্ছে।
অন্যদিকে, দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে খান্দাওয়া বিভাগের পান্দানা তেহসিলে। দুর্গা বিসর্জনের উদ্দেশ্যে আর্দলা ও জামিল গ্রামের ২০ থেকে ২৫ জন গ্রামবাসী ট্রাক্টর-ট্রলিতে যাচ্ছিলেন। ট্রাক্টরটি রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। ঘটনাস্থল থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ৮ জনই মেয়ে শিশু। এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন। পুকুরে উদ্ধার কার্যক্রম চালাতে ডুবুরি এবং ক্রেন ব্যবহার করা হচ্ছে।
ঘটনার পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন। এছাড়া আহতদের দ্রুত চিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদসূত্র: এনডিটিভি