কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধুকে কুপিয়ে হত্যা

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধুকে কুপিয়ে হত্যা
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধুকে কুপিয়ে হত্যা © সংগৃহীত

যশোরের মনিরামপুরে প্রতিপক্ষের দা দিয়ে কুপিয়ে তৃপ্তি মন্ডল (৩৮) নামে এক নারীকে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিবেশী শংকর মন্ডলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা দেড়টার দিকে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের কৃষ্ণবাটি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তৃপ্তি মন্ডল বাড়ির পাশে মাঠে ঘাস কাটছিলেন। এ সময় প্রতিবেশী শংকর মন্ডল (৫৫) তাকে এলোপাতাড়ি দা’ দিয়ে কোপাতে থাকেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় তার মৃত্যু হয়।

নিহতের স্বামী অবনীশ মন্ডল জানান, শংকর মন্ডল দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এছাড়া টাকা-পয়সা লেনদেন নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মনিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’