মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৯
- ০২ অক্টোবর ২০২৫, ২৩:১০
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ। তারা বিভিন্ন অপরাধে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, বুধবার (১ অক্টোবর) দিনব্যাপী অভিযান চালিয়ে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে এই ২৯ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—হীরা (১৯), রফিক (২১), আব্দুর রহমান (৩৯), নাবিদ হাসান চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ইমন (২৩), আনোয়ার (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।
অভিযানের সময় তাদের কাছ থেকে তিনটি লোহার ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
থানা সূত্রে আরও জানা গেছে, গ্রেফতার হওয়াদের মধ্যে কেউ কেউ নিয়মিত মামলার আসামি, কেউ পরোয়ানাভুক্ত, আবার কেউ মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ।