পাকিস্তানকে উড়িয়ে দিলেন মারুফা-নাহিদা-স্বর্ণারা, বিশ্বকাপে শুভসূচনা বাংলাদেশের
- ০২ অক্টোবর ২০২৫, ২১:৩৩
পাকিস্তানি ব্যাটাররা বাংলাদেশের স্পিন আক্রমণের সামনে একপ্রকার অসহায়ই ছিল। নাহিদা আক্তার ও রাবেয়া খানের ঘূর্ণিতে কুপোকাত হয়ে দেড়শ রানের গণ্ডিও ছুঁতে পারেনি তারা। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের পর আত্মবিশ্বাসী ব্যাটিংও করে টাইগ্রেসরা। বিশেষভাবে নজর কাড়েন তরুণ ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক। তার ঝকঝকে হাফ-সেঞ্চুরিতে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ।
বৃহস্পতিবার (২ অক্টোবর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩৮ দশমিক ৩ ওভারে ১২৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ১১৩ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করে বাংলাদেশ। এতে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল টাইগ্রেসরা।
লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ৭ রানেই উইকেট হারায় বাংলাদেশ। ডায়ানা বেগের বলে এলবিডব্লি হয়ে ফেরেন ওপেনার ফারজানা (১৭ বলে ২)।
এরপর শারমিনকে সঙ্গে নিয়ে জুটি গড়েন অভিষিক্ত রুবিয়া হায়দার ঝিলিক। তবে দলীয় ৩৫ রানে শামিমের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে ১০ রান করে বিদায় নেন শারমিন।
তৃতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়েন নিগার সুলতানা জ্যোতি ও রুবিয়া হায়দার। কিন্তু দলীয় সেঞ্চুরি থেকে ৩ রান দূরে থাকতে ২৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।
এরপর সোবহানা মোস্তারিকে নিয়ে ম্যাচ শেষ করেন রুবিয়া। শেষ পর্যন্ত ৫৪ রানে রুবিয়া ও সোবহানা ২৪ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের পরের ম্যাচ ৭ অক্টোবর, ইংল্যান্ডের বিপক্ষে।
এর আগে, পাকিস্তানের ব্যাটিং নেওয়া যে ভুল ছিল, শুরুতেই তা প্রমাণ করেন পেসার মারুফা আক্তার। ইনিংসের প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন তিনি। পঞ্চম বলে উমাইমা সোহেলকে ফেরানোর পর শেষ বলে ইনফর্ম ব্যাটার সিদরা আমিনকে প্যাভিলিয়নে ফেরান তিনি। তাদের কেউই রানের খাতা খুলতে পারেননি।
এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন মুনিবা আলি ও রামিন শামিম। তবে এই জুটি ভাঙেন অভিজ্ঞ স্পিনার নাহিদা। ৩৫ বলে ১৭ রানে মুনিবাকে ফেরানোর পর ৩৯ বলে ২৩ রান করা শামিমকেও সাজঘরের পথ দেখান এই স্পিনার।
দলীয় পঞ্চাশের আগেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাকিস্তান। যেখান থেকে রাবেয়ার শিকার হয়ে সিদরা নওয়াজ (১৫) ফেরার পর নিশিতার ফাঁদে পড়ে আলিয়া রিয়াজ (১৩) ফেরায় পাকিস্তানের বড় পুঁজির স্বপ্ন ফিকে হয়ে যায়। দলটির হয়ে সর্বোচ্চ ২২ রান করে ফাহিমার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন অধিনায়ক ফাতিমা সানা। শেষদিকে আর কেউই প্রতিরোধ গড়তে না পারায় ১২৯ রানেই থামে পাকিস্তানের ইনিংস।
লাল-সবুজের হয়ে মাত্র ৫ রান খরচায় ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল স্বর্ণা আক্তার। এছাড়া মারুফা আক্তার ও নাহিদা আক্তার দুটি করে উইকেট নেন। অন্যদিকে নিশিতা আক্তার, ফাহিমা খাতুন ও রাবেয়া খান একটি করে উইকেট শিকার করেন।