শ্রমিক দলের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

জামায়াতের পক্ষ থেকে যোগদানকৃতদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়
জামায়াতের পক্ষ থেকে যোগদানকৃতদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয় © সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপির অঙ্গসংগঠন  শ্রমিক দলের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। এতে নেতৃত্ব দিয়েছেন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল বারী মন্ডল। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন হয়। জামায়াতের পক্ষ থেকে ফুলের মালা পরিয়ে নতুন যোগদানকারীদের বরণ করা হয়। এ সময় আব্দুল বারী মন্ডলের হাতে কয়েকটি বই তুলে দেন দলের নেতারা।

এ উপলক্ষে মনোহরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মনোহরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আসাদ আলী।

স্থানীয়রা জানান, প্রায় ১৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আব্দুল বারী মন্ডল বর্তমানে পলাশবাড়ী উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি দপ্তর সম্পাদকসহ একাধিক পদে দায়িত্বে ছিলেন।

আব্দুল বারী মন্ডল বলেন, দীর্ঘদিন বিএনপির অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে জামায়াতে ইসলামীর আদর্শ ও কাজকর্মে উদ্বুদ্ধ হয়ে এই দলে যোগ দিলাম।

জামায়াতে ইসলামীর পলাশবাড়ী উপজেলা আমির আবু বক্কর সিদ্দিক বলেন, আমাদের দলের আদর্শ ও কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়েই আব্দুল বারী মন্ডলসহ বিএনপির অঙ্গসংগঠনের বেশ কিছু নেতা-কর্মী জামায়াতে যোগ দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে পলাশবাড়ী উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. হযরত আলী বলেন, বারী মন্ডলের দল পরিবর্তনের খবর মানুষের মুখে শুনেছি। রাজনীতি ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। তবে তিনি লিখিতভাবে আমাদের কিছু জানাননি।