পরিবর্তন হচ্ছে ফাজিল পরীক্ষার সময়সূচি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল (পাস) পরীক্ষা ২০২৪ এর সময়সূচির পরিবর্তন হতে পারে। ২১ অক্টোবরের পরিবর্তে ২৫ অক্টোবর থেকে শুরু হবে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। 

পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী জানান, ফরম ফিলাপের মেয়াদ এক সপ্তাহ পেছানোর কারনে পরীক্ষাও কয়েকদিন পেছাতে হচ্ছে। ফলে পূর্বঘোষিত ২১ অক্টোবরের পরিবর্তে আগামী ২৫ অক্টোবর থেকে পরীক্ষা শুরুর কথা ভাবছি।

আরও পড়ুন: শিক্ষার্থী সংখ্যায় শীর্ষে ২০-এ যেসব পাবলিক বিশ্ববিদ্যালয়

প্রসঙ্গত, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল স্নাতক (পাস) ১ম, ২য় ও ৩য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট, রিটেইক ও মানোন্নয়ন) পরীক্ষা-২০২৪ আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে। গত ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে এ রুটিন প্রকাশ করা হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলীর সই করা সময়সূচি অনুযায়ী, পরীক্ষাগুলো দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। আর ব্যবহারিক বিষয়গুলোর পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হবে।