বাংলাদেশ শিশু হাসপাতালে চাকরি, পদ ৬৫, আবেদন করবেন যেভাবে

আবাসিক মেডিকেল অফিসার নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে
আবাসিক মেডিকেল অফিসার নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি নবম গ্রেডে ৬ পদে ৬৫ কর্মকর্তা নিয়োগে ২৯ সেপ্টেটম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন করতে হবে প্রতিষ্ঠানটির নির্ধারিত ফরমে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট; 

১. পদের নাম: আবাসিক মেডিকেল অফিসার (শিশু মেডিসিন);

পদসংখ্যা: ৩৫টি; 

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯); 

আবেদনের যোগ্যতা—

*বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি থাকতে হবে;

*শিশু মেডিসিনের ওপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে);

আরও পড়ুন: বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চাকরি, কর্মস্থল ঢাকার শ্যামলী

২. পদের নাম: আবাসিক মেডিকেল অফিসার (শিশু সার্জারি);

পদসংখ্যা: ২১টি; 

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯); 

আবেদনের যোগ্যতা—

*বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি থাকতে হবে;

*শিশু সার্জারির ওপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে);

৩. পদের নাম: আবাসিক মেডিকেল অফিসার (শিশু অ্যানেসথেসিয়া);

পদসংখ্যা: ২টি; 

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯); 

আবেদনের যোগ্যতা—

*বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি থাকতে হবে;

*শিশু অ্যানেসথেসিয়ার ওপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে);

আরও পড়ুন: ইউনাইটেড হাসপাতাল নেবে সিনিয়র এক্সিকিউটিভ, আবেদন স্নাতক পাসেই

৪. পদের নাম: আবাসিক মেডিকেল অফিসার (ইএনটি);

পদসংখ্যা: ২টি; 

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯); 

আবেদনের যোগ্যতা—

*বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি থাকতে হবে;

*শিশু ইএনটির ওপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে);

৫. পদের নাম: আবাসিক মেডিকেল অফিসার (ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি)

পদসংখ্যা: ৩টি 

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯); 

আবেদনের যোগ্যতা—

*বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি থাকতে হবে;

*ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির ওপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে);

৬. পদের নাম: আবাসিক মেডিকেল অফিসার (প্যাথলজি);

পদসংখ্যা: ২টি; 

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯); 

আবেদনের যোগ্যতা—

*বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি থাকতে হবে;

*ক্লিনিক্যাল প্যাথলজির ওপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে);

আরও পড়ুন: সূর্যের হাসি নেটওয়ার্কে চাকরি, আবেদন অনলাইনে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন;
 
আবেদন ফি—

পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বরাবর আবেদন ফি বাবদ ২০০০ টাকা সমমূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার যেকোনো তফসিলি ব্যাংক থেকে সংগ্রহ করে তা আবেদনপত্রের সঙ্গে অবশ্যই পাঠাতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শেরে বাংলা নগর, ঢাকা ১২০৭ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১৩ অক্টোবর ২০২৫, বেলা ২টা;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইট