স্কলারশিপে স্নাতকোত্তর করুন নেদারল্যান্ডের রাডবউড বিশ্ববিদ্যালয়ে, আবাসনসহ মিলবে নানা সুবিধা
- ০২ অক্টোবর ২০২৫, ১৫:১০
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তরে স্কলারশিপ নিয়ে অধ্যয়নের সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডের রাডবউড বিশ্ববিদ্যালয়। এই স্কলারশিপের মাধ্যমে সম্পূর্ণ অথবা আংশিক অর্থায়নের মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন। বাংলাদেশসহ আর্ন্তজাতিক সব শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ জানুয়ারি ২০২৬।
‘রাডবউড স্কলারশিপ’ বিশ্বে সর্বোচ্চ ৩৩ জন মেধাবী শিক্ষার্থীকে দেওয়া হবে যারা শিক্ষাজীবনে ভালো ফল লাভ করেছেন। রাডবউড বিশ্ববিদ্যালয়টি নেদাল্যান্ডের নিজমেগেন এলাকায় ১৯২৩ সালে প্রতিষ্ঠা করা হয়। এটি একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়।
সুযোগ-সুবিধা—
*যেসব শিক্ষার্থী সম্পূর্ণ স্কলারশিপের জন্য নির্বাচিত হবেন তাদের সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে;
*যারা আংশিক স্কলারশিপের জন্য নির্বাচিত হবেন তাদের টিউশন ফি কমিয়ে বছরে মাত্র €2,695 পরিশোধ করতে হবে;
*বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয়ে অধ্যয়নের সুযোগ;
*আবাসন সুবিধা প্রদান করা হবে;
*স্বাস্থ্য ও ভ্রমণ ভাতা প্রদান করা হবে;
*ভিসা খরচ প্রদান করবে;
*রেসিডেন্স পারমিট ফি;
আরও পড়ুন: স্কলারশিপে অধ্যয়নের সুযোগ সুইডেনে, আবেদন স্নাতকোত্তরে
আবেদনের যোগ্যতা—
*ইইএ ভুক্ত দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না;
*স্নাতক ডিগ্রিধারী হতে হবে;
*অ্যাকাডেমিক ফলাফল ভালো থাকতে হবে;
*বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব শর্ত পূরণ করতে হবে;
*ইংরেজি ভাষাদক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএস পরীক্ষায় ন্যূনতম ৬.৫ স্কোর তুলতে হবে;
আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক করুন কানাডায়, লাগবে না টিউশন ফি, আবাসনসহ দেবে নানা সুবিধা
প্রয়োজনীয় নথিপত্র—
*আবেদনকারীর জীবনবৃত্তান্ত (সিভি);
*আবেদনকারীর পাসপোর্ট;
*রেফারেন্স লেটার;
*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;
*স্টেটমেন্ট অব পারপাস;
*রিসার্চ প্রপোজাল;
আরও পড়ুন: বিনা মূল্যে পিএইচডি করুন যুক্তরাজ্যে, লাগবে না টিউশন ফি-দেবে উপবৃত্তিও
আবেদন প্রক্রিয়া—
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ জানুয়ারি ২০২৬।