আজ মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেটের দুই দল
- ০২ অক্টোবর ২০২৫, ১৩:২৯
নারী ওয়ানডে বিশ্বকাপে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শুরু হয়ে গেছে গত পরশুই দিন তবে আজ প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। কলম্বোয় প্রতিপক্ষ পাকিস্তান।
বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে হ্যামিল্টনে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। ৫০ ওভারের বিশ্বকাপ অভিষেকে বাংলাদেশ ওই একটি ম্যাচই জিতেছিল। ওই একটি জয়েই আট দলের বিশ্বকাপে সপ্তম হয়েছিল বাংলাদেশ। পাকিস্তানও জিতেছিল একটি ম্যাচ। তবে নেট রান রেটে এগিয়ে থাকাতেই পাকিস্তানের ওপরে থেকে বিশ্বকাপ শেষ করে বাংলাদেশ।
গত এপ্রিলে মহা নাটকের পর দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপে টিকিট পেয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের কাছে হেরে বাছাইপর্ব থেকে প্রায় ছিটকেই পড়েছিল নিগার সুলতানার দল। তবে সেদিনই পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিয়ানরা নেট রান রেটের হিসাব মেলাতে ব্যর্থ হওয়ায় সূক্ষ্মতম ব্যবধানে বিশ্বকাপে উঠে যায় বাংলাদেশ।
র্যাঙ্কিংয়ে পাকিস্তানের চেয়ে এক ধাপ এগিয়ে বাংলাদেশ। তবে মুখোমুখি লড়াইয়ে আবার ৮-৭ ব্যবধানে এগিয়ে পাকিস্তান। লাহোরে বিশ্বকাপ বাছাইপর্বের সর্বশেষ ম্যাচটিই এগিয়ে দিয়েছে ফাতিমা সানাদের।
অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। তিন ম্যাচের টি-২০ সিরিজ প্রথম ম্যাচ আজ। বাংলাদেশ সময় রাত ৯টায় শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
দ্বিপাক্ষিক এই সিরিজের আগে সবশেষ এশিয়া কাপে দুই দল মুখোমুখি হয়। আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। তবে সুপার ফোরে শ্রীলংকাকে বিদায় করে দিয়ে ভারত এবং পাকিস্তানের কাছে হেরে ফাইনালের আগেই বিদায় নেয় টাইগাররা।
তবে টি-টোয়েন্টির অতীত সমীকরণে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে আফগানিস্তান। দুই দল অতীতে ১৩ ম্যাচে অংশ নেয়। তার মধ্যে ৭টিতে জয় পায় আফগানরা। আর ৬টিতে জয় পায় বাংলাদেশ।