স্কলারশিপে অধ্যয়নের সুযোগ সুইডেনে, আবেদন স্নাতকোত্তরে
- ০২ অক্টোবর ২০২৫, ১০:৩৩
আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সুইডেন। কেটিএইচ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা সুইডেনের রয়েল ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজিতে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ যেকোনো নন-ইউরোপিয়ান দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৬।
কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলজি সুইডেনের বৃহত্তম ও প্রাচীনতম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি সুইডেনের স্টকহোমে অবস্থিত এবং প্রতিষ্ঠিত হয়েছিল ১৮২৭ সালে। এটি ইউরোপের শীর্ষস্থানীয় প্রযুক্তিগত ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি এবং বুদ্ধিবৃত্তিক প্রতিভা ও উদ্ভাবনের মূল কেন্দ্র।
সুযোগ-সুবিধা—
*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে;
*নন-ইউরোপিয়ান যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;
আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক করুন কানাডায়, লাগবে না টিউশন ফি, আবাসনসহ দেবে নানা সুবিধা
আবেদনের যোগ্যতা—
*স্নাতক ডিগ্রিধারী হতে হবে;
*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;
*দ্বিতীয় বছরের স্কলারশিপের জন্য অবশ্যই ১ম বছরে সন্তোষজনক ফলাফল অর্জন করতে হবে;
*কেটিএইচ স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে;
*ইংরেজি ভাষায় দক্ষতা প্রদর্শন করতে হবে;
আরও পড়ুন: বিনা মূল্যে পিএইচডি করুন যুক্তরাজ্যে, লাগবে না টিউশন ফি-দেবে উপবৃত্তিও
আবেদন প্রক্রিয়া—
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন গ্রহণ শুরু হবে ১ ডিসেম্বর ২০২৫ থেকে।
আবেদন করতে এবং আবেদনপিদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জানুয়ারি ২০২৬।